সৌরশক্তি প্রকল্পের চুক্তি পেতে ঘুষ দেওয়ার অভিযোগে আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছিল।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, ভাগ্নে সাগর আদানি এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈনের বিরুদ্ধে মার্কিন ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট (এফসিপিএ) ধারায় কোনও মামলাই দায়ের করা হয়নি বলে জানিয়েছে আদানি গ্রিন এনার্জি (এজিএল)। আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান গৌতম আদানি এজিএল-এর চেয়ারম্যান ও সাগর আদানি এক্সিকিউটিভ ডিরেক্টর। মার্কিন এফসিপিএ লঙ্ঘনের অভিযোগে তিনজনের বিরুদ্ধেই মামলা দায়েরের খবর সামনে আসে। আর তারপরই এবার তারা এই বিবৃতি দিল। আদানি গ্রুপের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিও এই বিষয়ে জানিয়েছেন তাঁর মতামত।
গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে কোনওরকম গুরুতর অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানিয়েছেন। গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে মার্কিন ডিওজে-এর অভিযোগপত্রে বা মার্কিন এসইসি-এর দেওয়ানি মামলায় এফসিপিএ লঙ্ঘনের অভিযোগে কোনও অভিযোগ নেই বলেই বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছে এজিএল। ব্যবসায় লাভ ধরে রাখার জন্য কোনও বিদেশি কর্মকর্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ, পদ বা অন্য কোনো প্রতিশ্রুতি দেওয়াকে মার্কিন এফসিপিএ আইনে দুর্নীতি হিসেবে গণ্য করা হয়।
আর এক্ষেত্রে সৌরশক্তি প্রকল্পের চুক্তি পেতে ভারতে আদানি গ্রুপ ঘুষ দিয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর সামনে আসে। জগন্মোহন রেড্ডির আমলে ১৭৫০ কোটি টাকা ঘুষ দিয়েছিল আদানি গ্রুপ, এমনটাই দাবি করেছে মার্কিন তদন্তকারী সংস্থা। আর তারপর আদানি গ্রুপের তরফ থেকে এই বিবৃতি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।