Adani Power: বড় প্রোজেক্ট আদানি পাওয়ারের হাতে! ৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের বরাত পেল এই সংস্থা

Published : Sep 01, 2025, 08:50 PM IST
Adani Power: বড় প্রোজেক্ট আদানি পাওয়ারের হাতে! ৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের বরাত পেল এই সংস্থা

সংক্ষিপ্ত

Adani Power: আদানি পাওয়ার মধ্যপ্রদেশে ৮০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই লেটার অফ অ্যাওয়ার্ড তথা এলওএ পেয়ে গেছে। 

Adani Power: আদানি পাওয়ারের হাতে এবার আরও বড় প্রোজেক্ট। শনিবার, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, তারা মধ্যপ্রদেশের আনুপপুর জেলায় ৮০০ মেগাওয়াটের একটি নতুন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এমপি পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (MP Power Management Company Ltd) তথা MPPMCL-এর থেকে লেটার অফ অ্যাওয়ার্ড (LoA) পেয়ে গেছে।

প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫.৮৩৮ টাকা দরে বিদ্যুৎ সরবরাহ করবে

অর্থাৎ, আদানি পাওয়ার মধ্যপ্রদেশে ৮০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই লেটার অফ অ্যাওয়ার্ড তথা এলওএ পেয়ে গেছে। এই প্রকল্পের মোট মূল্য ১০,৫০০ কোটি টাকা। এই আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্ল্যান্ট প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫.৮৩৮ টাকা দরে বিদ্যুৎ সরবরাহ করবে। যা গোটা মধ্যপ্রদেশ রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হবে।  

এই প্রকল্পটি নিঃসন্দেহে ক্রমবর্ধমান শিল্পায়ন এবং নগরায়নের ফলে, মধ্যপ্রদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবে বলেই দাবি করেছে আদানি পাওয়ার। একটি বিবৃতিতে বলা হয়েছে, আদানি গ্রুপ এই প্ল্যান্ট এবং সংশ্লিষ্ট পরিকাঠামো স্থাপনের জন্য ১০,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে সেই রাজ্যে। নিঃসন্দেহে মধ্যপ্রদেশে বিরাট বিনিয়োগ। 

আদানি পাওয়ার জানিয়ে দিয়েছে, তারা প্রতিযোগিতামূলক বিল্ডিং প্রক্রিয়ায় সর্বনিম্ন বিল্ডারদের মধ্যে একজন হিসেবে উঠে এসেছে। যার চূড়ান্ত মূল্য প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫.৮৩৮ টাকা। অন্যদিকে, এই চুক্তির অংশ হিসেবে কোম্পানিটি ডিজাইন, বিল্ড, ফিন্যান্স, ওন এবং অপারেট (DBFOO) মডেলের আওতায় রাজ্যে স্থাপিত হতে চলা একটি নতুন ৮০০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করবে।

আগামী ৫৪ মাসের মধ্যে ইউনিটটি চালু করা হবে

আদানি পাওয়ারের চিফ এক্সিকিউটিভ অফিসার এসবি খ্যালিয়া জানিয়েছেন, “ভারতের বুকে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক বৃদ্ধির কারণে, বিশেষ করে বেস লোড পাওয়ারের জন্য দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ক্ষেত্রে এবং শক্তিশালী পরিকাঠামো তৈরির লক্ষ্যে বিনিয়োগ জরুরি। আদানি পাওয়ারের ক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তি টেকসইভাবে ভারতের শক্তির ভবিষ্যৎ সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে সবসময়। আনুপপুর প্ল্যান্ট গৃহস্থালি ও ব্যবসার জন্য বিশ্বাসযোগ্য, সুলভ এবং প্রতিযোগিতামূলক মূল্যের বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত এবং মধ্যপ্রদেশের পাওয়ার সিকিউরিটিকে শক্তিশালী করবে এবং রাজ্যের ক্রমাগত অগ্রগতির জ্বালানি জোগানে সাহায্য করবে।"

Power Supply Agreement (PSA)

ভারত সরকারের ‘SHAKTI' নীতির আওতায় মধ্যপ্রদেশে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লার সংযোগ বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পটির নির্মাণ পর্যায়ে ৬,০০০-৭,০০০ জন স্কিলড কর্মীর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে এবং কার্যক্রম শুরু হলে ১,০০০ জনকে কর্মসংস্থান দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আদানি পাওয়ার জানিয়ে দিয়েছে যে, তারা রাজ্য ডিসকমের সঙ্গে Power Supply Agreement (PSA) করবে।

গত ১২ মাসের মধ্যে সংস্থাটি চতুর্থ বৃহৎ বিদ্যুৎ সরবরাহ প্রোজেক্টের অর্ডার পেয়েছে। গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, আদানি গ্রিন এনার্জির সঙ্গে মিলিতভাবে মহারাষ্ট্র থেকে ৬,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য বরাত পেয়েছে। যার মধ্যে ৫,০০০ মেগাওয়াট হল সৌরবিদ্যুৎ এবং ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ,

এরপর ২০২৫ সালের মে মাসে, উত্তরপ্রদেশ সরকারের কাছে থেকে রাজ্যে একটি গ্রিনফিল্ড প্ল্যান্ট তৈরির অর্ডার পায় তারা। সেটি ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য তৈরি হচ্ছে।  অপরদিকে, ২০২৫ সালের অগাস্ট মাসে, কোম্পানিটি বিহার সরকারের তরফে সেই রাজ্যে স্থাপিত হতে চলা নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

২০২৬ সালে মধ্যবিত্তের উপর আরও বাড়তে পারে চাপ! সোনার দাম আরও ৩০% বাড়বে বলে চাঞ্চল্যকর পূর্বাভাস
RBI MPC Meeting: এখন বাড়ি গাড়ি কেনা আরও হবে সহজ আরবিআই কমিয়েছে রেপো রেট বেসিস পয়েন্ট