গত বছরের ঠিক একই সময়ে, তা ছিল ৩,৯১৩ কোটি টাকা। অর্থাৎ, আয় ৫.৭% কমে গিয়ে ১৪,১০৯ কোটি টাকাতে পৌঁছেছে। আবার একইসময়ে, EBITDA ৮.২% কমে গিয়ে ৫,৬৮৫.২ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের বছর ৪১.৪০% থাকা EBITDA মার্জিন, এই ত্রৈমাসিকে ৪০.৩০%-তে নেমে এসেছে।
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।