Adani Power: ৬৩,০০০ কোটি টাকার বিপুল বিনিয়োগ! আসামে দুটি ট্রান্সফরমেটিভ পাওয়ার প্রোজেক্টের দায়িত্ব আদানির হাতে

Published : Nov 14, 2025, 11:56 PM IST
Adani Power: ৬৩,০০০ কোটি টাকার বিপুল বিনিয়োগ! আসামে দুটি ট্রান্সফরমেটিভ পাওয়ার প্রোজেক্টের দায়িত্ব আদানির হাতে

সংক্ষিপ্ত

Adani Power: বে এবং অপারেশনস পর্যায়ে প্রায় ৩,৫০০ কর্মসংস্থান তৈরির আশা করা হচ্ছে। এই প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বর মাস থেকে পর্যায়ক্রমে চালু করা হবে। 

Adani Power: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি পরিকাঠামো এবং এনার্জি প্ল্যাটফর্ম জায়ান্ট আদানি গ্রুপের দুটি পোর্টফোলিও সংস্থা আসামে এবার দুটি ট্রান্সফরমেটিভ প্রোজেক্টের জন্য আসাম সরকারের কাছ থেকে লেটার অফ অ্যাওয়ার্ড (LoA) পেয়ে গেছে (adani assam project)। একটি অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সঙ্গে একটি পাম্পড স্টোরেজ ফেসিলিটি সমৃদ্ধ প্রোজেক্ট এবার তাদের হাতে। যার ফলে, সেই রাজ্যে মোট ৬৩,০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে (adani power assam investment)।

ভারতের বৃহত্তম বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী আদানি পাওয়ার লিমিটেড (APL) আসামে একটি ৩,২০০ মেগাওয়াট গ্রিনফিল্ড আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য ৪৮,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। শুধু তাই নয়, ভারতের বৃহত্তম রিনিউএবল পাওয়ার কোম্পানি আদানি গ্রিন এনার্জি আসামে ২,৭০০ মেগাওয়াট ক্ষমতার দুটি পাম্পড স্টোরেজ প্ল্যান্ট (PSP) স্থাপনের জন্য ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায়। 

এই যুগান্তকারী প্রোজেক্টগুলি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতির ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে বলেই মোট বিশেষজ্ঞদের। সেইসঙ্গে, আদানি গ্রুপের কৌশলগত লক্ষ্যকে আরও দৃঢ় করে তুলবে। উল্লেখ্য, সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, এই অঞ্চলের উন্নয়ন এবং প্রবৃদ্ধিতে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

ঠিক কী জানিয়েছিলেন তিনি?

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “উত্তর-পূর্ব ভারতের প্রবৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ সীমানা হিসেবে আবির্ভূত হচ্ছে এবং আমরা এই রূপান্তরে অবদান রাখতে পেরে সত্যিই গর্বিত। আসামে আমাদের ৩,২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প এবং ২,৭০০ মেগাওয়াট পিএসপি প্রকল্পগুলিতে সম্মিলিতভাবে ইনভেস্টমেন্ট শুধুমাত্র এই অঞ্চলে বৃহত্তম বেসরকারি খাতের বিনিয়োগই নয়। বরং, জ্বালানির নিরাপত্তা, শিল্পের উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টির দিকেও দৃঢ় পদক্ষেপের প্রতিনিধিত্ব করছে। এই প্রকল্পগুলি শুধু আসামকে শক্তি জোগাবে না। বরং, সমগ্র উত্তর-পূর্ব ভারতের করিডোরের অগ্রগতিতে সাহায্য করবে। আসাম এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতিতে অবদান রাখতে পেরে আমরা সম্মানিত ও স্থানীয় সম্প্রদায়ের উন্নতি তথা ভারতের জ্বালানি রূপান্তরকে চালিত করে এমন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উন্মুখ হয়ে রয়েছি।"

থার্মাল প্রোজেক্ট

একটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট স্থাপন করবে আদানি গ্রুপ। বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সংযোগ ভারত সরকারের শক্তি নীতির অধীনে বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। নির্মাণ পর্যায়ে প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং অপারেশনস পর্যায়ে প্রায় ৩,৫০০ কর্মসংস্থান তৈরির আশা করা হচ্ছে। এই প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বর মাস থেকে পর্যায়ক্রমে চালু করা হবে। বিদ্যুৎ প্রকল্পটি আসামের শক্তি পরিকাঠামোকে উন্নত করবে, নির্ভরযোগ্য এবং দক্ষ বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে রাজ্যের ক্রমবর্ধমান শিল্প ও গৃহস্থালীর চাহিদা পূরণ করবে। 

APL আসাম বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গেছে ইতিমধ্যেই এবং APDCL-এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি (PSA) যথাসময়ে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

দেশের ক্রমবর্ধমান বেস লোড চাহিদা মেটানোর জন্য আদানি পাওয়ার ভারতের বৃহত্তম বেসরকারি খাতে এই বিনিয়োগ করতে চলেছে। এই প্রকল্পের বর্তমান পরিচালন ক্ষমতা ১২টি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৮.১৫ গিগাওয়াট, একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ২০৩১-৩২ সালের মধ্যে মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ গিগাওয়াট অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। 

পাম্পড স্টোরেজ প্ল্যান্ট প্রকল্প

এই প্রকল্পটি শক্তি সঞ্চয়, গ্রিড স্থিতিশীলতা এবং দরকারি সময়ে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য অত্যাধুনিক সলিউশন দেবে। যার ফলে, টেকসই এবং স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আরবিআই-এর নতুন চমক! এবার মিলবে একসঙ্গে অনেক সুবিধা
শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে