ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে 'OYO Hotels', হটাৎ সোশ্যাল মিডিয়াতে বয়কট রব উঠল কেন?

Published : Feb 23, 2025, 04:32 PM IST
OYO

সংক্ষিপ্ত

ফের বিতর্কে ‘Oyo Hotels’। 

ভারতের হসপিটালিটি ক্ষেত্রে অন্যতম একটি শীর্ষক সংস্থা হল ওয়ো। তাদের বিরুদ্ধে অভিযোগ, একটি জনপ্রিয় হিন্দি সংবাদপত্রে প্রকাশিত তাদের সাম্প্রতিক বিজ্ঞাপনটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

আর তারপর থেকেই সমালোচনার ঝড় উ়ঠতে শুরু করেছে। ওয়োর উপর নিষেধাজ্ঞা চাপাতে ‘Boycott Oyo’-রও দাবি উঠেছে সোশ্যাল মিডিয়াতে।

জানা গেছে, বিতর্কের সূত্রপাত হয়েছে হিন্দি সংবাদপত্রে অর্ধেক পাতা জুড়ে দেওয়া ওয়োর বিজ্ঞাপনের একটি বিশেষ লাইনকে ঘিরে। সেই লাইনে লেখা ছিল, ‘ভগবান সর্বত্র রয়েছেন’। এরপরের লাইনেই আবার লেখা ছিল, ‘সেইরকম ওয়োও সব জায়গায় রয়েছে।’

কিন্তু ঈশ্বরের সঙ্গে ওয়োর তুলনা টেনে তৈরি সেই বিজ্ঞাপনকে একেবারেই ভালো চোখে নেয়নি একাধিক ধর্মীয় গোষ্ঠী। তাদের বক্তব্য, বিজ্ঞাপনের ওই লাইনের মাধ্যমে ঈশ্বরকে অবমাননা করা হয়েছে। তারপরেই সমালোচনার মুখে পড়েছে ওয়ো। সংস্থার তরফ থেকে ক্ষমা না চাওয়া হলে লাগাতার প্রতিবাদের হুমকিও দিয়েছে বেশ কয়েকটি গোষ্ঠী। এমনকি, সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দিয়ে ‘বয়কট ওয়ো’-র দাবিও উঠতে শুরু করে দিয়েছে।

তার মধ্যে আবার ওয়োর লোগো নিয়ে সংস্থার মালিক রীতেশ আগরওয়ালের পুরনো একটি মন্তব্য বিতর্কে আরও ঘি ঢেলেছে। একটি সাক্ষাৎকারে রীতেশ একবার বলেছিলেন, জগন্নাথদেবের চোখ এবং নাক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ওয়োর লোগো বানিয়েছিলেন। এখন সেই মন্তব্য নিয়েও কাটাছেঁড়া শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, কোনও বাণিজ্যিক সংস্থার পক্ষে এই ধরনের পবিত্র প্রতীক ব্যবহার করা আদৌ উপযুক্ত কি না। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেনি Oyo।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন