বিমানযাত্রায় ঠিক কত টাকা নিয়ে যেতে পারবেন? জেনে নিন বিমানবন্দরের নিয়মকানুন

Published : Dec 10, 2024, 11:19 PM IST
বিমানযাত্রায় ঠিক কত টাকা নিয়ে যেতে পারবেন? জেনে নিন বিমানবন্দরের নিয়মকানুন

সংক্ষিপ্ত

বিমানে ভ্রমণ করলে কত টাকা পর্যন্ত আপনার কাছে রাখা যাবে তা জেনে রাখা জরুরি। 

বিমানযাত্রা তুলনামূলকভাবে ব্যয়বহুল হলেও সময় সাশ্রয়ী এবং আরামদায়ক হওয়ায় সম্প্রতি বিমান যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যারা বিমানে ভ্রমণ করেন, তাদের কত টাকা পর্যন্ত বহন করতে পারবেন তা জেনে রাখা জরুরি। 

আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক, যেকোনো বিমানবন্দরেই সুরক্ষা পরীক্ষা থাকে। এই সময় সমস্যা এড়াতে অর্থ বহনের সীমা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। 

আভ্যন্তরীণ বিমানযাত্রায় অর্থ বহনের নিয়ম

ভারতের অভ্যন্তরে ভ্রমণ করলে ২ লক্ষ টাকা পর্যন্ত নগদ বহন করার অনুমতি দেয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর বেশি টাকা থাকলে কর্তৃপক্ষের তদন্তের সম্মুখীন হতে হতে পারে। বড় অঙ্কের টাকা বহন করলে সঠিক কাগজপত্র নিশ্চিত করুন।

আন্তর্জাতিক বিমানযাত্রায় অর্থ বহনের নিয়ম

নেপাল, ভুটান ছাড়া অন্য কোথাও ভ্রমণ করলে ৩০০০ ডলার পর্যন্ত বিদেশি মুদ্রা বহন করতে পারবেন। এর বেশি টাকা বহন করতে হলে আন্তর্জাতিক ভ্রমণ মান অনুযায়ী ট্রাভেলার্স চেক বা স্টোর ভ্যালু কার্ড ব্যবহার করতে হবে।

বিমানযাত্রীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কত ওজনের লাগেজ বহন করা যাবে। হ্যান্ড ব্যাগের অনুমোদিত ওজন ৭ থেকে ১৪ কেজি। চেক-ইন লাগেজের ওজন ২০ থেকে ৩০ কেজি। ভ্রমণের আগে আপনার বিমান সংস্থার ওয়েবসাইটে লাগেজের ওজন সীমা পরীক্ষা করে নিশ্চিত হোন। 
 

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Republic Day Sale: ১০০০ টাকার কমে মিলবে সেরা ৫টি স্যান্ডউইচ মেকার, অ্যামাজন সেল সম্পর্কে রইল বিস্তারিত
Gold Price Today: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা দাম কমলো সোনার! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?