
প্রতি বছর এই সেলের জন্য মুখিয়ে থাকেন গ্রাহকেরা। শীঘ্রই আসতে চলেছে অ্যামাজনের সেল। ই কমার্স কোম্পানিগুলো প্রতি বছরই ই কমার্স কোম্পানিগুলো পুজোর আগে সেল দেয়। আনুষ্ঠানিক ভাবে এই সেলের কথা ঘোষণা করা হয় আগেই। এবার সামনে এল অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫-র কথা। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেল। যেখানে প্রাইম সদস্যরা কেবলমাত্র ২৪ ঘন্টা আগে অ্যাক্সেস পাবেন। উৎসবের কেনাকাটার মরশুমের ঠিক আগেই স্মার্টফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন, সৌন্দর্য এবং গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসে মিলবে বিশাল ছাড়।
কী সুবিধা পাবেন?
পুজোর আগে মিলবে বিশাল ছাড়। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫ সেল। উৎসবের কেনাকাটার মরশুমের ঠিক আগেই স্মার্টফোন, ইলেকট্রনিক্স যে কোনও গ্যাজে, পোশাক, মেকআপ প্রোডাক্ট এবং গৃহস্থলীর প্রয়োজনীয় প্রায় জিনিসে মিলবে বিশাল ছাড়। বিশেষ সুবিধা আছে প্রাইম সদস্যদের জন্য। তারা ২৪ ঘন্টা আগে অ্যাক্সেস পাবেন। তাই দেরি না করে সব প্রয়োজনীয় জিনিস কিনে নিন এই সেলে।
কী বিশেষ ছাড় পাবেন?
অ্যামাজন ব্লকবাস্টার ডিল, ট্রেন্ডিং ডিল, টপ ১০০ ডিল এবং ক্যান নট মিস প্লাইস ড্রপ-র মতো অফার আসতে চলেছে। এই ডিলগুলো স্মার্টফোন, জামা-কাপড়, ইলেকট্রনিক্স, ল্যাপটপ ও হোম অ্যাপ্লায়েন্সের ওপর ছাড় দেবে। এর সঙ্গে গ্রাহকরা পাবেন ব্যাঙ্ক অফার। ক্রেডিট এবং ডেবিট কার্ডে মিলবে ছাড়। তেমনই EMI এবং এক্সচেঞ্জের সুবিধা মিলবে। এক্সচেঞ্জ মূল্য ডিভাইসের মডেল ও তার অবস্থার ওপর নির্ভর করবে।
তেমনই জানা যাচ্ছে, Amazon Great Indian Festival 2025 আগের থেকে আরও বড় হতে চলেছে। বাম্পার ডিসকাউন্ট, ক্যাশব্যাক অফার, মজাদার প্রতিযোগিতা হবে। তাই যারা স্মার্টফোন, গ্যাজেট বা কোনও বড় জিনিস কেনার কথা ভাবছেন তারা এই Amazon Great Indian Festival -এ তা কিনে ফেলতে পারেন। চলতি মাসের শেষেই মিলবে সেল। যেখানে স্বল্প ব্যয় করে সকল প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।