প্রতি মাসের শেষে হাতে টান পড়ছে? এই পদ্ধতিতে সহজেই করুন সেভিংস প্ল্যান, রইল টিপস

Published : Aug 11, 2025, 04:04 PM IST

Money Savings Plan: যা  আয় করছেন দু-হাত ভরেই তা খরচ করে ফেলছেন! মাসের শেষে পকেটে থাকছে না কিছুই। কীভাবে টাকা জমাবেন বুঝতে পারছেন না? তাহলে আজ থেকেই শুরু করুন এই নিয়ম। দেখবেন বছরভর টাকা থাকবে আপনার পকেটে। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
15
স্বল্প উপার্জন সঞ্চয়ের পরিকল্পনা

সংসারে স্বামী-স্ত্রী দুজনেই রোজগেরে। কিন্তু কিছুতেই টাকা জমাতে পারছেন না? মাস শেষ হওয়ার আগেই হাতটান পড়ে যাচ্ছে! কী করবেন বুঝতে পারছেন না! তাহলে আজ থেকেই শুরু করুন সবার আগে টাকা জমানোর পরিকল্পনা। আপনার সঞ্চয় পরিকল্পনা যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই উপার্জন করুন না কেন কিছুতেই টাকা ধরে রাখতে পারবেন না। কীভাবে টাকা জমাবেন রইল তার বিশেষ কিছু টিপস।

25
আগে থেকে করে রাখুন সারামাসের পরিকল্পনা

আপনার মাসিক ইনকাম যদি ২০ হাজার টাকার মধ্যে হয় তাহলেও ভালোমতো সেভিংস করা সম্ভব। যা আপনাকে বছর শেষে বা ৫-১০ বছর পর ভালো রিটার্ন ফেরত দেবে। এরজন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে তা হল সারা মাসের সংসারের খরচের পরিকল্পনা। মাসের শুরুতেই করুন সংসারের খরচের হিসেব। এরপর বেতন থেকে কিছুটা টাকা আলাদা করে রাখুন সবার আগে। যা আপনাকে অসময়ে সাথ দেবে। এছাড়াও বাড়তি খরচ এড়িয়ে চলুন। সব সময় চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই জিনিসপত্র কেনার। এতে বাড়তি খরচ বাঁচবে। তেমনই টাকাও হাতে রাখতে পারবেন। 

35
এসআইপি করতে পারেন

স্বল্প সঞ্চয়য়ে আপনি যদি ভালো রিটার্ন আশা করেন তাহলে আপনার জন্য সেরা সেভিংস প্ল্যান হতে পারে SIP। মিউচুয়াল ফান্ডের যুগে এসআইপি এখন দারুন জনপ্রিয়তা লাভ করেছে। আপনি মাত্র একহাজার টাকা থেকে শুরু করতে পারেন এসআইপি। এটি পাঁচ-দশ এবং ত্রিশ বছরের মেয়াদেও করা যায়। চাইলে আপনি প্রয়োজনে টাকাও তুলতে পারবেন। ফলে মাসের খরচ হিসেব করে রেখে বাকি টাকা এসআইপি-তে রাখতে পারেন। এতে লাভবান হবেন আপনি। তবে অবশ্যই ব্যাঙ্কের পরামর্শ মেনে খুলুন এসআইপি। 

45
রেকারিং অ্যাকাউন্টে বিনিয়োগ

আপনার উপার্জন যদি সীমিত হয় তাহলে পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কে রেকারিং অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০০০ টাকা শুরু এই রেকারিং অ্যাকাউন্ট আপনি পাঁচ বছর পর্যন্ত চালাতে পারবেন। আবার টাকার  প্রয়োজন হলে বা কোনওরকম অসুবিধায় পড়লে তিনবছর পর টাকাও তুলে নিতে পারবেন। স্বল্প টাকায় ভালো রিটার্ন পাওয়ার জন্য রেকারিং আপনার জন্য সবথেকে ভালো  মাসিক প্ল্যান হতে পারে। এই বিষয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বিশদে  জানতে যোগাযোগ করুন আপনার এলাকার কাছাকাছি পোস্ট অফিস বা ব্যাঙ্কে। 

55
সোনায় বিনিয়োগ করতে পারেন

যা দিনকাল পড়েছে তাতে সোনার দাম লাখের ঘর ছুঁই ছুঁই। এই অবস্থায় অনেকেই সোনা কিনে রাখছেন। সোনা এমনই একটি জিনিস যা আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে কোনও শুভ কাজে লাগে। কিন্তু স্বল্প উপার্জনে যদি আপনার সাধ্যের মধ্যে না থাকে সোনা কেনা। তাহলে সোনার দোকানে টাকা বিনিয়োগ করতে পারেন। কার্ড সিস্টেমের এই বিনিয়োগ পদ্ধতিতে আপনি ১০০০ টাকা বা ২০০০ টাকা করে প্রতিমাসে জমাতে পারেন। ১১ টাকা জমা করার পর বাকি ১ মাসের টাকা স্বর্ণের ওই সংস্থা থেকে দেবে। ফলে বছর শেষে আপনার অ্যাকাউন্টে জমবে ভালো অঙ্কের টাকা। যা দিয়ে চাইলে আপনি মনপসন্দ গহনা বানিয়ে নিতে পারেন। কারণ, জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে এখন সোনায় টাকা বিনিয়োগ করা হল  সবথেকে বুদ্ধিমানের কাজ।   

Read more Photos on
click me!

Recommended Stories