UPI পরিষেবায় বড় পরিবর্তন আসছে ১ অগাস্ট ২০২৫ থেকে। গ্রাহকদের সুবিধার্থে এবং পরিষেবাটি আরও উন্নত করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই পরিবর্তন আনছে। এতে দৈনিক ব্যালেন্স চেকের সংখ্যা, অটো ডেবিটের সময়সূচী সহ বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।
ফোনপে, গুগল পে বা পেটিএম-র মতো অ্যাপের ওপর কম-বেশি অনেকেই নির্ভরশীল। সারা দিন যে কোনও জিনিস করতে অনলাইন করে থাকেন অনকেই।
210
এবার এই UPI পরিষেবায় আসছে বিরাট বদল। ১ অগস্ট ২০২৫ থেকে বদল হচ্ছে নিয়ম।
310
UPI পরিষেবাকে আরও দ্রুত, উন্নতি, এবং নিরাপদ করতে এই পরিবর্তন আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই নতুন ব্যবস্থা কার্যকর হলে ঘন ঘন বিভ্রাটের সমস্যাও দূর হবে। জেনে নিন কী কী পরিবর্তন আসছে-