UPI-তে বিরাট পরিবর্তন, ব্যালেন্স চেক থেকে পেমেন্টের নিয়মে আসছে বদল, কবে থেকে?

Published : Jul 09, 2025, 08:04 AM IST

UPI পরিষেবায় বড় পরিবর্তন আসছে ১ অগাস্ট ২০২৫ থেকে। গ্রাহকদের সুবিধার্থে এবং পরিষেবাটি আরও উন্নত করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই পরিবর্তন আনছে। এতে দৈনিক ব্যালেন্স চেকের সংখ্যা, অটো ডেবিটের সময়সূচী সহ বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।

PREV
110

ফোনপে, গুগল পে বা পেটিএম-র মতো অ্যাপের ওপর কম-বেশি অনেকেই নির্ভরশীল। সারা দিন যে কোনও জিনিস করতে অনলাইন করে থাকেন অনকেই।

210

এবার এই UPI পরিষেবায় আসছে বিরাট বদল। ১ অগস্ট ২০২৫ থেকে বদল হচ্ছে নিয়ম।

310

UPI পরিষেবাকে আরও দ্রুত, উন্নতি, এবং নিরাপদ করতে এই পরিবর্তন আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই নতুন ব্যবস্থা কার্যকর হলে ঘন ঘন বিভ্রাটের সমস্যাও দূর হবে। জেনে নিন কী কী পরিবর্তন আসছে-

410

এবার থেকে UPI অ্যাপে দিনে ৫০ বারও ব্যালেন্স চেক করা যাবে। এই বদল আসছে ১ অগস্ট থেকে। 

510

গ্রাহকদের মোবাইল নম্বর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, ,সেটা সম্পর্কে তথ্য এখন দিনে মাত্র ২৫ বার দেখা যাবে।

610

এখন সুবিধা ভিত্তিক অটো ডেবিট যেমন SIP, Netflix শুধুমাত্র নন পিক আওয়ারে প্রসেস করা হবে। সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে ৫টার মধ্যে এবং রাত ৯.৩০ -র পর।

710

যদি কোনও পেমেন্ট আটকে যায় তাহলে এখন কেবল তিনবার তার স্থিতি পরীক্ষা করা যাবে। প্রতি চেকে ৯০ সেকেন্ডের ব্যাবধান থাকতে হবে।

810

এবার থেকে UPI করার আগে ব্যাঙ্কে রেজিস্টারড সুবিধাভোগীর আসল নাম দেখা যাবে। এরই সঙ্গে আসছে আরও কয়টি পরিবর্তন।

910

প্রতি মাসে ১৬ বিলিয়ন লেনদেন হয় UPI। এতে সার্ভারগুলো এপ্রিল এবং মে মাসে ঘন ঘন বিভ্রাটের মুখে পড়েছিল। সে কারণে আসছে এই পরিবর্তন।

1010

সব মিলিয়ে আসছে বিরাট পরিবর্তন। ১ অগস্ট থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম।

Read more Photos on
click me!

Recommended Stories