
Bandhan Bank Savings Account: ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বন্ধন ব্যাঙ্ক সকলের জন্য সহজ এবং সাশ্রয়ী ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, তা আরও একবার প্রমাণিত হল (bandhan bank fixed deposit scheme)। সেই লক্ষ্যেই এবার এই ব্যাঙ্কটি স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালান্স (MAB) সংক্রান্ত নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে (bandhan bank fd rates)।
আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালান্সের প্রয়োজনীয়তা ৫,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। তবে এই অ্যাকাউন্টের সব সুবিধা ও বৈশিষ্ট্য আগের মতোই থাকবে। এই পরিবর্তনের ফলে, দেশের বহু গ্রাহকের জন্য বিশেষ করে আধা-শহর এবং গ্রামীণ এলাকার মানুষদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজ এবং সুবিধাজনক হবে। কম ব্যালান্স রাখলেই এখন গ্রাহকরা পূর্ণাঙ্গ সেভিংস অ্যাকাউন্টের সমস্ত সুবিধা নিতে পারবেন।
এই প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এক্সেকিউটিভ ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর জানিয়েছেন, “প্রজাতন্ত্র দিবস আমাদের সমতা এবং ক্ষমতায়নের কথা মনে করিয়ে দেয়। বন্ধন ব্যাঙ্কে আমরা বিশ্বাস করি যে, আর্থিক অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাসিক গড় ব্যালান্স কমানোর মাধ্যমে আমরা ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সহজ করে তোলার চেষ্টা করছি। যাতে গ্রাহকরা নিশ্চিন্তে সঞ্চয় করতে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন।”
আর সেইজন্যই এবার এই স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের মাসিক গড় ব্যালান্স (MAB) সংক্রান্ত নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে বন্ধন ব্যাঙ্ক। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালান্সের লিমিট ৫,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।