
Bandhan Bank Results: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (Q1 FY26) বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা দাঁড়াল ৩৭২ কোটি টাকাতে গিয়ে। তবে গত বছরের একই ত্রৈমাসিকে এই লাভের পরিমাণ ছিল মোট ১,০৬৩ কোটি টাকা।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, লোনের মান (Asset Quality) কিছুটা দুর্বল হয়ে যাওয়ায় প্রভূত পরিমাণে সংরক্ষণ (Provisioning) করতে হয়েছে। যার ফলে, মুনাফায় একটা বড় ধাক্কা এসেছে। অন্যদিকে, ব্যাঙ্কের মোট আয় সামান্য বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে তা দাঁড়িয়ে আছে ৬,২০১.৪৯ কোটি টাকাতে। যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি, ৬,০৮১.৭৩ কোটি টাকা।
তবে নিট সুদ থেকে আয় কমে যাওয়ার জেরে, লাভের অঙ্কে বড় প্রভাব পড়েছে। পূর্বাঞ্চলে সেক্টরে লোন পরিশোধের ক্ষেত্রে দেরি এবং মাইক্রোফিন্যান্স পোর্টফোলিওর উপর চাপের জন্যই এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ব্যাঙ্ককে আরও বেশি পরিমাণে provisioning করতে হয়েছে। যার প্রভাব সরাসরি এসে পড়েছে নিট আয়ের উপর। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তারা কিছুটা সংরক্ষণের দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে এবং ক্রেডিট ব্যবস্থা ও আদায়ের মানোন্নয়নের ক্ষেত্রেই জোর দিতে চাইছে। এদিকে আবার প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট এনপিএ অনুপাত (Gross NPA ratio) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫ শতাংশতে।
যা আগের বছরের তুলনায় প্রায় ৪.২% বেশি। এছাড়া নিট এনপিএ (Net NPA) ১.৪ শতাংশতে এসে পৌঁছেছে, যা আগের বছরে ছিল মোট ১.১%। তবে Capital Adequacy Ratio যথেষ্ট ভালো জায়গাতেই আছেম ১৯.৪%। যা নিয়ন্ত্রক সীমা তথা ১১.৫% থেকে অনেকটাি উপরে অবস্থান করছে।
উল্লেখ্য, এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট সম্পদের পরিমাণ ছিল মোট ১,৮৯,৪০৩ কোটি টাকা। তবে সম্পদের উপর রিটার্ন (RoA) ছিল মাত্র ০.২০%। ব্যাঙ্কের আমানত ১৬% হারে বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৫৫ লক্ষ কোটি টাকা। রিটেল আমানতের অংশ হচ্ছে ৬৮%। যার মধ্যে CASA ছিল ৪১,৮৫৮ কোটি টাকা এবং CASA অনুপাত ছিল ২৭.১%। ওদিকে আবার রিটেল টার্ম ডিপোজিটে ৩৪% বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া ঋণপ্রদান (Gross Advances) ৬% বেড়ে হয়েছে ১.৩৪ লক্ষ কোটি টাকাতে। নিরাপদ ঋণের (Secured Loans) অংশ এক বছর আগে ৪৩ শতাংশতে থাকলেও, এবার তা বৃদ্ধি পেয়ে কার্যত, ৫২% ছাড়িয়ে গেছে।
এই প্রসঙ্গে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, “চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের ব্যবসার ভিত মজবুত রয়েছে এবং দৃষ্টিভঙ্গিও সুস্পষ্ট আছে। ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক পরিষেবার ক্ষেত্রে গুণমান বজায় রেখে আমরা দীর্ঘমেয়াদী মূল্য প্রদান করার দিকেই মনোযোগী রয়েছি।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।