Bank holiday 2025: ১৬ জানুয়ারি পর্যন্ত টানা ব্যাঙ্ক বন্ধ, ছুটির তালিকা না দেখলে সমস্যায় পড়বেন

দেশের ব্যাঙ্কগুলিতে নিত্যদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। আজ রবিবার হওয়ায় সাধারণত সব ব্যাঙ্ক ছুটি থাকে। ১৫ জানুয়ারি পর্যন্ত টানা ব্যঙ্ক বন্ধ রয়েছে। দেখুন তালিকা।

 

Saborni Mitra | Published : Jan 12, 2025 2:10 PM
110
রবিবার ব্যাঙ্ক বন্ধ

আজ রবিবার সরকারি বেসরকারি প্রায় সব ব্যাঙ্কই বন্ধ থাকে। তবে অনলাইন ব্যবস্থা চালু থাকে।

210
শনিবারও ছুটি ছিল

মাসের দ্বিতীয় শনিবার হওয়া গতকালও, শনিবারও বন্ধ ছিল দেশের সরকারি ব্যাঙ্ক। অনেক বেসরকারি ব্যাঙ্ক আবার সপ্তাহে দুই দিন ছুটি দিয়ে তাকে।

310
সোমবার থেকে কর্মদিবস

সোমবার থেকে শুরু হচ্ছে কর্মদিবস। কিন্তু অনেক রাজ্যে সোমবারও বন্ধ থাকছে ব্যাাঙ্ক

410
১৩ জানুয়ারি

লোহরি উৎসব উপলক্ষ্যে পঞ্জাব সহ পার্শ্ববর্তী এলাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

510
১৫ জানুয়ারি

মকর সংক্রান্তি এবং পোঙ্গল উৎসবের দরুণ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

610
১৬ জানুয়ারি

তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসমে এদিন ব্যাঙ্ককর্মীদের ছুটি রয়েছে। মূলত তিরুবল্লবুর দিবস, মাঘ বিহু, টুসু দিবস এবং বাংলার মকর সংক্রান্তি উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

710
১৬ জানুয়ারি

উজ্জবর তিরুনল উৎসবের দরুণ ব্যাঙ্ক ছুটি দক্ষিণ ভারতে।

810
১৯ জানুয়ারি

রবিবার পড়ায় এই দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম।

910
২৩ জানুয়ারি

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে এদিন জাতীয় ছুটি ঘোষণা হয়েছে।

1010
২৫ ও ২৬ জানুয়ারি

২৫ জানুয়ারি চতুর্থ শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ জানুয়ারি রবিবার ও সাধারণতন্ত্র দিবস।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos