এবার থেকে সপ্তাহে মাত্র পাঁচ দিন খোলা থাকবে ব্যাঙ্ক! ছুটি থাকবে টানা ২ দিন। এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্র। এবার বহুদিনের দাবি পূরণ হচ্ছে ব্যাঙ্ক কর্মীদের।
28
যেহেতু টানা ২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তাই লেনদেনের সময়তেও বেশ খানিকটা পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এখন থেকে রাতেও খোলা থাকবে ব্যাঙ্ক! লাগু হতে পারে এমনই নতুন নিয়ম।
38
শনি ও রবিবার ২ দিন ব্যাঙ্ক বন্ধ রাখার দাবি বহুদিন থেকেই করেছেন সরকারি কর্মীরা। সপ্তাহে টানা ২ দিন ছুটির দাবি করেছেন তাঁরা। কিন্তু সেই দাবি মানতেই প্রথমে নারাজ ছিল কেন্দ্র।
48
মাসের দ্বিতীয় ও তৃতীয় শনিবার ছাড়া বাকি ২ শনিবার খোলা থাকে ব্যাঙ্ক এবার ওই ২ শনিবারও সম্পূর্ণ ছুটির আবেদন করেছেন ব্যাঙ্ক কর্মীরা। এই নিয়ে আন্দোলনও চলেছে প্রচুর।
58
অবশেষে এই দাবি পূরণ হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। খুব তাড়াতাড়ি শনি ও রবি ২ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে এর জন্য বাকি দিন কিছু বাড়তি সময় ধরে ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানা গিয়েছে।
68
লেনদেনের সময় বেশ কিছুটা বেড়ে যাবে অন্যান্য দিনে। রাতেও অনেকক্ষণ পর্যন্ত কাজ করতে হতে পারে কর্মীদের। এ ছাড়া হতে পারে ২ শিফ্টে ডিউটি।
78
যেহেতু সপ্তাহে ২ দিন ছুটি থাকছে তাই লেনদেনের যাতে অসুবিধা না হয় তাই এবার বিকেলে নয়, বেশ রাত পর্যন্ত খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক এমনই নিয়ম লাগু করতে পারে কেন্দ্রীয় সরকার।
88
সব ঠিক থাকলে এপ্রিল মাসের মধ্যেই লাগু হয়ে যেতে পারে এই নতুন নিয়ম। পয়লা এপ্রিল থেকে বদলে যেতে পারে ব্যাঙ্কে লেনদেনের সময়।