17

Mutual Find: মার্কেট পড়লে সেরা মিউচুয়াল ফান্ড: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা লোকসান করলেও,
বিনিয়োগ বন্ধ হয়নি। ২০২০ সালের মার্চে মিউচুয়াল ফান্ডের এইউএম ৫ লাখ কোটি কমেছিল।
27
এরপর এর সূচক তেমন কম দেখা যায়নি
এই বছর সংশ্লিষ্ট ফান্ডগুলোর এইউএম কমায় আর্থিক বিশ্লেষকরা চিন্তিত। অ্যাম্ফির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৪০,০৬৩ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
37
গত জানুয়ারিতে এই অঙ্ক ছিল ১.৮৮ লাখ কোটি টাকা
অর্থাৎ, এক মাসে মিউচুয়াল ফান্ডে ১.৪৭ লাখ কোটি কমেছে। ফেব্রুয়ারিতে এই ফান্ডগুলোর এইউএম প্রায় ৭% কমে ৬৪.৫৩ লাখ কোটি হয়েছে।
47
জানুয়ারিতে মিউচুয়াল ফান্ডের এইউএম ছিল ৬৭.২৫ লাখ কোটি টাকা
এই বছরের ফেব্রুয়ারিতে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে মোট ২৯,৩০৩ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
57
জানুয়ারীর তুলনায় এই বিভাগে বিনিয়োগ প্রায় ২৬.১% কমেছে
কারণ, ২০২৫ সালের প্রথম মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ছিল ৩৯,৬৮৭ কোটি টাকা।
67
জানুয়ারী মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে সর্বাধিক দুটি ফান্ডে বিনিয়োগ করা হয়েছে
সেক্টরাল এবং থিমেটিক ফান্ডে এর পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা।
77
মার্কেট পড়ায় কম দামে বেশি মিউচুয়াল ফান্ড কেনার সুযোগ আছে, তাই বিনিয়োগ চলছে