বড় খবর PNB গ্রাহকদের জন্য! ১২ আগস্ট লাস্ট ডেট! এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট

Published : Aug 06, 2024, 07:49 AM IST
pnb alert for customers

সংক্ষিপ্ত

সাম্প্রতিককালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গোটা দেশজুড়ে ৩ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলিতে আপডেট করা হয়নি কেওয়াইসি। তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১২ ই আগস্ট পর্যন্ত গ্রাহকদের ডেডলাইন বেঁধে দিয়েছে কেওয়াইসি করার জন্য।

বন্ধ হয়ে যেতে পারে আপনার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট। ১২ই অগাষ্টের মধ্যে এই কাজটা না করলেই হতে পারে বিপদ। এমনই তথ্য দিচ্ছে খোদ ব্যাঙ্ক। অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে করা যাবে না কোনও রকম লেনদেন। গ্রাহকের তথ্য জমা করার ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে রিজার্ভ ব্যাংকের।

নয়া আপডেট দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

সাম্প্রতিককালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গোটা দেশজুড়ে ৩ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেগুলিতে আপডেট করা হয়নি কেওয়াইসি। তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ১২ ই আগস্ট পর্যন্ত গ্রাহকদের ডেডলাইন বেঁধে দিয়েছে কেওয়াইসি করার জন্য।

গ্রাহকরা আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ছবি ইত্যাদি জরুরি নথি নিয়ে ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি আপডেট করতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের। এছাড়াও কেওয়াইসি তথ্য আপডেট করা যাবে PNB One অ্যাপের মাধ্যমে। রেজিস্টার্ড ইমেইল আইডির মাধ্যমে অনলাইন কেওয়াইসি আপডেট সম্ভব।

তবে যে গ্রাহকরা গত ৩১ শে মার্চের মধ্যে পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে (Punjab National Bank) কেওয়াইসি আপডেট করেছিলেন তাদের নতুন করে কেওয়াইসি করতে হবে না। কিন্তু যারা নিয়ম মেনে ৩১ শে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট করেননি, তাদের জন্য ১২ ই আগষ্টের সময়সীমা নির্ধারিত করা হয়েছে। ব্যাংক সূত্রে খবর, এখনো পর্যন্ত কেওয়াইসি (Know Your Customer) জমা করেননি ৩ লাখ ২৫ হাজার গ্রাহক। যদি আগামী ১২ ই আগস্টের মধ্যে কেওয়াইসি জমা না করা হয় তাহলে নিষ্ক্রিয় করে দেওয়া হবে অ্যাকাউন্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট