বছরের শুরুতে বড় ধাক্কা! অনলাইনে টাকা ট্রান্সফার করলে দিতে হবে বাড়তি চার্জ, ঘোষণা ব্যাঙ্কের

Published : Jan 17, 2026, 05:45 PM IST

এই ব্যাঙ্ক অনলাইন IMPS লেনদেনের জন্য নতুন চার্জ ঘোষণা করেছে। এখন থেকে ২৫,০০০ টাকার বেশি টাকা ট্রান্সফার করলে গ্রাহকদের ২ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত চার্জ এবং জিএসটি দিতে হবে। এটিএম লেনদেন ফি বৃদ্ধির পর এটি গ্রাহকদের জন্য আরও একটি খরচ বৃদ্ধির ঘোষণা।

PREV
15

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তোলার ঝক্কি নিতে চান না অনেকেই। সে কারণে অনলাইনের ওপরই ভরসা অধিকাংশের। কাউকে টাকা ট্রান্সফার করতে হোক কিংবা অনলাইনে কিছু কিনতে সকলেই নেট ব্যাঙ্কিং-র ওপর ভরাস করি। এবার এই নিয়ে এল খারাপ খবর।

25

জানা যাচ্ছে, টাকা ট্রান্সফার করলে দিতে হবে বাড়তি চার্জ। এই ঘোষণা করল এসবিআই। সদ্য এটিএম লেনদেন ফি বৃদ্ধির কথা ঘোষণা করেছিল SBI। এবার আবার বাড়ানো হল IMPS চার্জ। IMPS ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক জন্য ব্যবহার করা হয়। অনেকেই টাকা পাঠানোর জন্য এই পদ্ধতি বেছে নেন। এক্ষেত্রে এবার দিতে হবে বাড়তি টাকা।

35

গত ১২ জানুয়ারি এটিএম লেনদেন ফি বৃদ্ধির কথা ঘোষণা করেছিল SBI। এবার বাড়ল IMPS চার্জ। জানা যাচ্ছে, ২৫ হাজার টাকার বেশি অনলাউনে IMPS করলে চার্জ কাটবে। আগে এটি বিনামূল্যে হত। এবার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনলাইন এবং শাখা উভয় চ্যানেলেই IMPS বিনামূল্যে হবে। শুধু মাত্র ২৫ হাজারের বেশি ট্রান্সফার করলে চার্জ দিতে হবে।

45

এদিকে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অনলাউন ট্রান্সফারের জন্য এখন ২ টাকা এবং জিএসটি লাগবে। যেখানে এতদিন তা ছিল বিনামূল্য। তেমনই ১ লক্ষ টাকার ওপরে এবং ২ লক্ষ টাকা পর্যন্ত অনলাইন ট্রান্সফারে চার্জ বেড়ে হবে ৬ টাকা এবং জিএসটি।

55

২ লক্ষ টাকার ওপরে এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত অনলাউন ট্রান্সফারে দিতে হবে ১০ টাকা এবং জিএসটি। সব মিলিয়ে বাড়ল টাকা। এতবে, শ্যাখা-চ্যানেল চার্জ পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে। সদ্য এই চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে SBI। এবার থেকে খরচ বাড়ল সকল গ্রাহকদের।

Read more Photos on
click me!

Recommended Stories