গত ১২ জানুয়ারি এটিএম লেনদেন ফি বৃদ্ধির কথা ঘোষণা করেছিল SBI। এবার বাড়ল IMPS চার্জ। জানা যাচ্ছে, ২৫ হাজার টাকার বেশি অনলাউনে IMPS করলে চার্জ কাটবে। আগে এটি বিনামূল্যে হত। এবার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনলাইন এবং শাখা উভয় চ্যানেলেই IMPS বিনামূল্যে হবে। শুধু মাত্র ২৫ হাজারের বেশি ট্রান্সফার করলে চার্জ দিতে হবে।