Blinkit: নয়া আপডট নিয়ে হাজির ব্লিনকিট, এখন থেকে অ্যাপে প্যারেন্টাল কন্ট্রোল! বিষয়টা ঠিক কী?

Published : Aug 20, 2025, 08:07 PM IST
Blinkit

সংক্ষিপ্ত

Blinkit: ব্লিনকিট অ্যাপে নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালু করা হয়েছে। বয়সের জন্য উপযুক্ত নয় এমন প্রোডাক্টগুলি দেখা থেকে বিরত রাখতেই এই ফিচারটি সাহায্য করবে।

Blinkit: জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ব্লিনকিট তাদের অ্যাপে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যেটিকে তারা বলছে, প্যারেন্টাল কন্ট্রোল ফিচার। নয়া এই ফিচার তারা ইতিমধ্যেই চালু করে দিয়েছে। পরিবারের সদস্যরা, বিশেষ করে অল্পবয়সী ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। বয়সের জন্য উপযুক্ত নয় এমন প্রোডাক্টগুলি দেখা থেকে বিরত রাখতেই এই ফিচারটি সাহায্য করবে।

নতুন এই ফিচারটি ঠিক কীভাবে কাজ করবে? 

ব্যবহারকারীরা চার অঙ্কের একটি পিন দিয়ে কিছু প্রোডাক্টকে হাইড করে রাখতে পারবেন। প্রোফাইল সেটিংসে গিয়ে এই কন্ট্রোলটিকে এনেবল করা যাবে। যদি কেউ পিন ভুলে যান, তাহলে পুনরুদ্ধার করার জন্য একটি রিকভারি ফোন নম্বরও যুক্ত করা যাবে অ্যাপে।

নতুন এই কন্ট্রোলগুলি পরিবারের অল্পবয়সী সদস্যদের বয়সের জন্য উপযুক্ত নয়, এমন পণ্যগুলি দেখা থেকে বিরত রেখে অ্যাপটি ব্যবহার করতে দেবে বলে ব্লিনকিটের সিইও আলবিন্দর দিন্দসা জানিয়েছেন। 

তার মাধ্যমে আরও সুরক্ষিত এবং ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাপ সার্ভিস নিশ্চিত করা যাবে বলেও তিনি উল্লেখ করেছেন। সম্পূর্ণ পরিবারের জন্য অ্যাপটিকে আরও উপযোগী করে তুলতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে, এই বিষয়ে মতামত শেয়ার করার জন্য তিনি গ্রাহকদেরকে অনুরোধ জানিয়েছেন।

নয়া ফিচার ব্লিনকিটে

নিঃসন্দেহে অভিনব পদক্ষেপ নিল জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ব্লিনকিট। তাদের অ্যাপে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যেটিকে তারা বলছে, প্যারেন্টাল কন্ট্রোল ফিচার। নয়া এই ফিচার তারা ইতিমধ্যেই চালু করে দিয়েছে। পরিবারের সদস্যরা, বিশেষ করে অল্পবয়সী ব্যবহারকারীদের জন্য আরও সুরক্ষিত ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। বয়সের জন্য উপযুক্ত নয় এমন প্রোডাক্টগুলি দেখা থেকে বিরত রাখতেই এই ফিচারটি সাহায্য করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে