ছোট কম্পানিতে বিনিয়োগ করে প্রায় সাড়ে চারশো কোটির লাভ, মাত্র ৫ বছরে বাজিমাত করলেন অমিতাভ বচ্চন

Published : Mar 04, 2023, 10:13 AM IST
amitabh bachchan

সংক্ষিপ্ত

মধ্যপ্রদেশ ভিত্তিক কোম্পানিটি স্টিল ওয়্যার এবং প্লাস্টিক ফিল্ম তৈরি ও সরবরাহ করার কাজ করে, এটিতেই টাকা খাটিয়ে বড়সড় লাভের মুখ দেখলেন বিগ বি। 

তেল, গ্যাস, বিদ্যুৎ, পরিবেশ, বেসামরিক, শক্তি, অটোমোবাইল সেক্টরে নিজেদের উৎপাদন সামগ্রী সরবরাহ করে মধ্যপ্রদেশের একটি সংস্থা। এই সংস্থাতেই বিনিয়োগ করে ২০২৩-এর শুরুতেই বিপুল অঙ্কের লাভের মুখ দেখলেন বলি দুনিয়ার শাহেনশাহ অমিতাভ বচ্চন। স্টিল ওয়্যার এবং প্লাস্টিক ফিল্ম তৈরি ও সরবরাহ করার এই কোম্পানিটির নাম ডিপি ওয়্যারস।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত রয়েছে এই সংস্থা। এস ইক্যুইটির দেওয়া তথ্য বলছে, এই কোম্পানিতে বেশ বড়সড় বিনিয়োগ করেছেন অমিতাভ বচ্চন। ডিপি ওয়্যারসে অমিতাভ বচ্চনের ৩ লাখ ৩২ হাজার ৮০০ শেয়ার বা ২.৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ডিপি ওয়্যারসের শেয়ার মাত্র ৭৪ টাকায় লেনদেন হয়েছিল। ঠিক তার ৫ বছর পর ২০২৩ সালের ৩ মার্চ কোম্পানির শেয়ার পৌঁছে গিয়েছে ৩৫৯.৮৫ টাকায়। ডিপি ওয়্যারসের শেয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কোম্পানির মার্কেট ক্যাপ বেড়ে হয়েছে ৪৮৮.৯২ কোটি টাকা। ২০১৮-র সেপ্টেম্বর মাসে এই মার্কেট ক্যাপ ছিল ১০০.৪০ কোটি টাকা। ডিপি ওয়্যারস-এর শেয়ার সর্বোচ্চ ৫০২.৮০ টাকাতেও লেনদেন হয়েছে। গত ৫ বছরে শেয়ারের দাম বেড়েছে ৪.৮৭ গুণ। শুধুমাত্র শুক্রবারেই দেখা গেছে, মাত্র একদিনে স্টকটি ৩.৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। বর্তমানে স্টকটির দাম রয়েছে ৩৬৭ টাকা। আগের দিনের তুলনায় এটা ১২.৪০ টাকা বেশি। শেষ পাঁচ দিনে স্টকটির দর ৪.৮৬ শতাংশ বেড়েছে।

কোম্পানির এই লাভের ফল সবচেয়ে বেশি লাভজনক করে তুলেছে অমিতাভ হরিবংশ রাই বচ্চনকে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে এই কম্পানিতে তিনি বিনিয়োগ করে আসছেন বলে তথ্য দিয়েছে এস ইক্যুইটি।

আরও পড়ুন-

শনিবার কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? চোখ রাখুন আজকের পেট্রোল-দরে
সংসদেও এর প্রতিবাদ করব: এশিয়ানেট নিউজের অফিসে এসএফআই হামলার তীব্র নিন্দা করলেন কেরলের বিরোধী দলনেতা সতীসান

৩৪ ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, শনিবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

PREV
click me!

Recommended Stories

Atal Pension Yojana: পেনশনভোগীদের জন্য বড় খবর! সরকারের থেকে ২০৩১ সাল পর্যন্ত মিলতে থাকবে টাকা
গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ! ভারতের জন্য খুলতে চলেছে বিশাল বাজার