Cardless ATM Cash Withdrawal: কার্ড ছাড়াই এটিএম থেকে তোলা যাবে টাকা? বিরাট আপডেট

Published : May 25, 2025, 04:05 PM IST

একসময় টাকা তুলতে হলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হত, এখন কার্ড থাকলেই ক্ষণিকেই টাকা পাওয়া যায়। বর্তমানে এটিএম সেবা আরও উন্নত। 

PREV
19
ইউপিআই পেমেন্ট বৃদ্ধি:

ডিজিটালাইজেশন বৃদ্ধির কারণে ডিজিটাল অর্থনীতি উন্নতি করছে।

29
নগদ টাকার চাহিদা এখনও আছে:

নগদ টাকার ব্যবহার কমছে। ইউপিআই অ্যাপ ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

39
বিভিন্ন অ্যাপ ব্যবহারযোগ্য:

ডিজিটাল পেমেন্ট বহুল ব্যবহৃত হলেও অনেকেই নগদ টাকায় লেনদেন করেন। 

49
ফোনপে, গুগল পে-ও ব্যবহারযোগ্য:

এজন্য এটিএম থেকে টাকা তোলেন। কার্ড ছাড়াই টাকা তোলা সম্ভব। 

59
ইউপিআই কিউআর বিকল্প

কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যায়।

69
স্ক্যান করে পিন দিন

যেমন, এসবিআই-এর ইয়োনো, আইসিআইসিআই মোবাইল অ্যাপ, অ্যাক্সিস অ্যাপ ইত্যাদি। 

79
যেকোনো এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যায়

ফোনপে বা গুগল পে অ্যাপ দিয়ে এটিএম থেকে টাকা তোলা যায়। 

89
নিকটস্থ এটিএম-এ গিয়ে স্ক্রিনে ইউপিআই কিউআর ক্যাশ অপশনটিতে ক্লিক করুন

টাকার পরিমাণ লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। একটি কিউআর কোড স্ক্রিনে দেখা যাবে। 

99
ফোনপে বা গুগল পে অ্যাপ দিয়ে কিউআর কোডটি স্ক্যান করুন

ইউপিআই পিন দিন। এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে।

Read more Photos on
click me!

Recommended Stories