Diwali Stocks 2025: দীপাবলিতে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন? দশটি সেরা স্টকের তালিকা দেখে নিন

Published : Oct 18, 2025, 07:29 PM ISTUpdated : Oct 20, 2025, 12:50 PM IST
Diwali Stocks 2025: দীপাবলিতে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন? দশটি সেরা স্টকের তালিকা দেখে নিন

সংক্ষিপ্ত

Diwali Stocks 2025: শেষ তিনদিনে বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) প্রধান সূচক সেনসেক্স বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৯২২ পয়েন্ট।  

Diwali Stocks 2025: দীপাবলির আগেই দেশের শেয়ার বাজার বেশ চাঙ্গা। যা নিঃসন্দেহে বিনিয়োগকারীদের মধ্যে খুশির আমেজ নিয়ে এসেছে (diwali stocks 2025 list)। শেষ তিনটি ট্রেডিং সেশনে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) প্রধান সূচক নিফটি৫০ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৫৬৩ পয়েন্টে। যা শতাংশের বিচারে ২.২ (diwali 2025 stock market)। 

অন্যদিকে, শেষ তিনদিনে বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) প্রধান সূচক সেনসেক্স বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৯২২ পয়েন্ট। অর্থাৎ, শতাংশের বিচারে ২.৩। আর এই বৃদ্ধির জেরে, সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে ৮৩ হাজার ৯৫২ পয়েন্টে এবং নিফটি৫০ পৌঁছে গেছে ২৫,৭০৯ পয়েন্টে। 

 

 

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, দীপাবলির সময় একাধিক স্টকে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছে দেশের প্রথম সারির ব্রোকারেজ সংস্থাগুলি। তার মধ্যেই মোতিলাল অসওয়াল কোন কোন স্টক কেনার পরামর্শ দিচ্ছে? সেটা একবার দেখে নেওয়া যাক। 

কোন কোন স্টকে নজর রাখবেন?

সুইগিঃ অনলাইন ফুড ডেলিভারি এবং ই-কমার্স ব্যবসার সঙ্গে জড়িত এই সংস্থাটির স্টকের দাম এই মুহূর্তে ৪৩৩ টাকা এবং টার্গেট প্রাইস ৫৫০ টাকা। প্রায়, ২৫% পর্যন্ত, দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়ান হোটেলসঃ দেশের হসপিট্যালিটি সেক্টরের সঙ্গে যুক্ত এই স্টকটির দাম এই মুহূর্তে ৭৩৫ টাকা এবং টার্গেট প্রাইস ৮৮০ টাকা।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াঃ দেশের অন্যতম এবং বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার কিনতে পরামর্শ দিচ্ছে তারা। স্টকটির দাম এই মুহূর্তে ৮৮৮ টাকা এবং টার্গেট প্রাইস ১৪০০ টাকা।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাঃ গাড়ি শিল্পের শক্তিশালী স্টক।  স্টকটির দাম এই মুহূর্তে ৩,৬৫৬ টাকা এবং টার্গেট প্রাইস ৪০৯১ টাকা।

ভারত হেভি ইলেকট্রনিক্সঃ বর্তমানে দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত একাধিক প্রোজেক্ট রয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির হাতে। স্টকটির দাম এই মুহূর্তে ৪১৩ টাকা এবং টার্গেট প্রাইস ৪৯০ টাকা।

ম্যাক্স ফিন্যান্সিয়াল সার্ভিসঃ দেশের ফিন্যান্স সেক্টরের সঙ্গে যুক্ত এই স্টকটি কেনার পরামর্শ দিয়েছে মোতিলাল অসওয়াল। এই মুহূর্তে কোম্পানিটির শেয়ার দর ১৫৫০ টাকা এবং টার্গেট প্রাইস ২০০০ টাকা।

এলটি ফুডসঃ এই স্টকটির দাম বর্তমানে ৪২০ টাকা এবং টার্গেট প্রাইস ৫৬০ টাকা।

ভিআইপি ইন্ডাস্ট্রিজ়ঃ স্টকের দাম এখন ৪২৮ টাকা এবং টার্গেট প্রাইস ৫৩০ টাকা।

র‌্যাডিকো খৈতানঃ লং টার্মে বিনিয়োগ করলে এই স্টকতি থেকে বিপুল লাভের সম্ভাবনা রয়েছে। বর্তমানে দাম ৩,১১৬ টাকা এবং টার্গেট প্রাইস ৩,৩৭৫ টাকা।

ডেলহিভারিঃ এই লজিস্টিক সংস্থার শেয়ারের দাম ৪৬৬ টাকা এবং টার্গেট প্রাইস ৫৪০ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট