এই ফান্ডে (Fund) যদি ১০ হাজার টাকার মাসিক এসআইপি করা হয়, তাহলে বিনিয়োগের মোট পরিমাণ কত?
প্রায় ৬ লক্ষ টাকা। আর সেক্ষেত্রে রিটার্ন ১৩,৩৪,৮৩৮ টাকা।
711
Quant ELSS Tax Saver Fund (Direct Plan)
এই ফান্ডের ফাইভ স্টার ভ্যালু রিসার্চ রেটিং আছে। দেখা যাচ্ছে, ৫ বছরে বার্ষিক রিটার্নের হার প্রায় ৩০.৩১%। সেক্ষেত্রে ৩ বছরে প্রায় ২১.৭১% হারে রিটার্ন পাওয়া যাচ্ছে। মোট ১০ হাজার টাকার মাসিক এসআইপি থেকে পাঁচ বছরে প্রায় ১২,৯০,৪০৫ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
811
SBI Long Term Equity Fund (Direct Plan)
এক্ষেত্রে ফান্ডের ভ্যালু রিসার্চ রেটিং ফাইভ স্টার। ফলে, ৫ বছরে গড় বার্ষিক রিটার্নের হার ৩০.০৬%। এদিকে ৩ বছরে, ৩২.৯৪% হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
911
প্রায় ১০ হাজার টাকার মাসিক এসআইপি করলে
পাঁচ বছরে রিটার্ন পাওয়া যাচ্ছে ১২,৬১,৪৪২ টাকা।
1011
HDFC ELSS Tax Saver Fund (Direct Plan)
ভ্যালু রিসার্চ রেটিং ফোর স্টার। এক্ষেত্রে ৫ বছরে গড় বার্ষিক রিটার্নের হার ২৭.৬১%। আর ৩ বছরে রিটার্ন মিলেছে ২৮.৫১% হারে। তাই ১০ হাজার টাকার মাসিক এসআইপি থেকে পাঁচ বছরে বিনিয়োগকারীরা মোট ১১,৮৭,৯৪৬ টাকা পেয়েছেন।
1111
Bank of India ELSS Tax Saver Fund (Direct Plan)
ভ্যালু রিসার্চ রেটিং এক্ষেত্রে ফোর স্টার। গত ৫ বছরে গড় বার্ষিক রিটার্নের হার প্রায় ২৭.৩৪%। এক্ষেত্রে ৩ বছরে ২৭.৮৩ শতাংশ রিটার্ন পাওয়া যাচ্ছে। আর ১০ হাজার টাকার মাসিক এসআইপিতে পাঁচ বছরে রিটার্ন দাঁড়িয়েছে প্রায় ১১,৮৭,৩৯৯ টাকা।