চাকরি পরিবর্তনের সময় অনেকেই পিএফ অ্যাকাউন্ট একত্রিত করতে ভুলে যান। এর ফলে পরবর্তীতে সমস্যার সৃষ্টি হয়। নতুন কোম্পানিতে যোগদানের পর পুরানো UAN নম্বর ব্যবহার করে নতুন পিএফ অ্যাকাউন্ট খোলা যায়।
অনলাইনে পিএফ অ্যাকাউন্ট একত্রিত করার পদ্ধতি : বেসরকারি কোম্পানিতে নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর চাকরি পরিবর্তন করা হয়। এই সময় অনেকেই পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যান। এর ফলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয়। নতুন কোম্পানিতে যোগদানের পর পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত কোন কাজটি আগে করা উচিত এবং কেন করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…
পিএফ সম্পর্কে করুন এই কাজটি
চাকরি পরিবর্তন করলে পিএফ অ্যাকাউন্ট একত্রিত (মার্জ) করুন। যেকোনো নতুন কোম্পানিতে যোগদানের পর সেখানে পুরানো UAN নম্বর দিলে তার মাধ্যমে নতুন পিএফ অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু নতুন পিএফ অ্যাকাউন্টে পুরানো কোম্পানির পিএফ অ্যাকাউন্টের টাকা আসে না। এই ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্টধারীকে EPFO-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট মার্জ (EPF Account Merge) করতে হবে। পিএফ অ্যাকাউন্ট মার্জ হওয়ার পর পুরানো পিএফ অ্যাকাউন্টের টাকা একই অ্যাকাউন্টে দেখানো হবে।
অনলাইনে পিএফ অ্যাকাউন্ট মার্জ করার পদ্ধতি