HDFC Bank
ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC, ১ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫%, বয়স্ক নাগরিকদের জন্য ৬.৭৫% সুদ দিয়ে থাকে। যেটি চালু হয়েছে ২৫ জুন ২০২৫ থেকেে।
ICICI Bank
ICICI-ও ১ বছরের FD-তে ৬.২৫% (সাধারণ), ৬.৭৫% (বয়স্ক নাগরিক) হারে FD প্রদান করে থাকে।
Kotak Mahindra Bank
Kotak Bank FD-তে ৬.২৫% (সাধারণ) এবং ৬.৭৫% (বয়স্ক নাগরিক) সুদ পাওয়া যাচ্ছে।
Federal Bank
Federal Bank ১ বছরের FD-তে ৬.৪০% (সাধারণ) এবং ৬.৯০% (বয়স্ক নাগরিক) প্রদান করছে। ১৮ আগস্ট ২০২৫ থেকে এই উচ্চ সুদের হার ধার্য করা হয়েছে।
SBI (State Bank of India)
ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI, ১৫ জুলাই ২০২৫ থেকে ৬.২৫% (সাধারণ) এবং ৬.৭৫% (বয়স্ক নাগরিক) FD সুদের হার প্রদান করছে।
Union Bank of India
Union Bank ১ বছরের FD-তে ৬.৪০% (সাধারণ) এবং ৬.৯০% (বয়স্ক নাগরিক) FD ২০ আগস্ট ২০২৫ থেকে প্রদান করছে।