FD Scheme Benefits: মাত্র ৪৬ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিট স্কিম! এও কি সম্ভব? সঙ্গে নিরাপদ রিটার্ন, জানুন বিস্তারিত

Published : May 21, 2025, 06:31 PM ISTUpdated : May 23, 2025, 02:59 AM IST
SBI Fixed Deposit

সংক্ষিপ্ত

FD Scheme Benefits: সারাংশ স্বল্প সময়ের জন্য টাকা বিনিয়োগ করে নিশ্চিন্তে লাভ পেতে চাইলে PNB-এর ৪৬ দিনের এফডি একটি চমৎকার বিকল্প। ঝুঁকিহীন এই স্কিমে আপনি ছোট মেয়াদেও নিশ্চিত আয় পেতে পারেন।

FD Scheme Benefits: বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে যেখানে শেয়ার বাজারে ওঠানামা নিত্যদিনের চিত্র, সেখানে বহু মানুষই বিনিয়োগের জন্য নিরাপদ মাধ্যম হিসেবে ফিক্সড ডিপোজিট বা ফাদ -কে বেছে নিচ্ছেন। মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ার বাজার উচ্চ রিটার্নের সুযোগ দিলেও, তা যথেষ্ট ঝুঁকিপূর্ণও বটে। সেই তুলনায়, ফিক্সড ডিপোজিট দীর্ঘদিন ধরেই সাধারণ বিনিয়োগকারীদের কাছে ভরসার জায়গায় ধরে রেখেছে (fixed deposit benefits for pnb bank)।

* স্থিতিশীল সুদের হার * মূলধনের নিরাপত্তা * মেয়াদ শেষে নিশ্চিত মুনাফা * প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা * ঋণের বিনিময়ে বন্ধক রাখার সুযোগ

এই কারণগুলোর জন্য আজও বহু মানুষ চোখ বন্ধ করে ব্যাঙ্কের FD তে টাকা লগ্নি করতে পছন্দ করে

দেশের অন্যতম বৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ৪৬ দিনের স্বল্পমেয়াদী এফডি-র মাধ্যমে আকর্ষণীয় সুদের হার অফার করছে (Punjab national bank)।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এফডির পরিমাণ বুঝে তার ওপর গ্রাহকদের ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। তবে বর্তমানে পিএনবি-র এই স্কিমটিতে ২ লক্ষ টাকা রাখলে মাত্র ৪৬ দিনের মেয়াদে সাধারণ নাগরিকদের ৪.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে এই ব্যাঙ্ক। আবার ৪৬ দিনের মেয়াদেই প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৪.৫০ শতাংশ বেড়ে ৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে এই ব্যাংকের তরফ থেকে (fixed deposit benefits for pnb bank)।

সুতরাং একজন সাধারণ নাগরিক যদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৪৬ দিনের মেয়াদের এই এফডিতে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে হিসাব করলে দেখা যায় মেয়াদ পূর্ন হলে সাধারণ বিনিয়োগকারী সুদ সমেত হাতে পাবেন মোট ২,০১,১৩১ টাকা। অর্থাৎ ১,১১৩ টাকা মুনাফা। অন্যদিকে, একই দিনের মেয়াদে একজন প্রবীণ নাগরিক যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একই অর্থ বিনিয়োগ করেন তাহলে হিসাব করলে দেখা যায় মেয়াদ পূর্ন হলে বিনিয়োগকারী সুদ সমেত হাতে পাবেন মোট ২,০১,২৫৬ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে মুনাফা ১,২৫৬ টাকা।

PNB -এর এই স্কিমের উপকারিতা

* স্বল্প মেয়াদে নিরাপদ রিটার্ন * জরুরি সময়ে নগদ অর্থের ব্যবস্থা * রিনিউ করার সুবিধা * অনলাইনে সহজে খোলা যায় * প্রবীণদের জন্য অতিরিক্ত সুবিধা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে