Mutual Fund Investment: ২০২৫ সালে এই পাঁচটি স্মল ক্যাপ ফান্ড দিতে পারে দুর্দান্ত রিটার্ন

যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তাদের জন্য বড় আপডেট। 

Subhankar Das | Published : Jan 7, 2025 4:38 PM / Updated: Jan 07 2025, 07:01 PM IST
110
পাঁচটি স্মল ক্যাপ ফান্ড (Small Cap Fund)

২০২৫ সালে, এমন পাঁচটি স্মল ক্যাপ ফান্ড রয়েছে। যেগুলি আপনাকে ধনী করে তুলতে পারে।

210
আজকাল বহু মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন

কিন্তু শুধু বিনিয়োগ করলেই হবে না। বুঝেশুনে, পড়াশোনা করে করতে হবে। 

310
সাধারণত বিগত বছরের রিটার্নের ওপর ভিত্তি করেই নতুন বছরে মিউচুয়াল ফান্ড কেনা হয়ে থাকে

তবে সেই ফান্ডটির ফান্ডামেন্টাল বিষয়গুলিও দেখে নেওয়া ভীষণ জরুরি।

410
হিসেব বলছে, গত বছর ৩৪টি মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন দিয়েছে

মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী প্রায় সব মিউচুয়াল ফান্ড যে কোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেক বেশি রিটার্ন দিয়ে থাকে।

510
তবে প্রতি বছর ফান্ডের রিটার্ন দেখে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত

সেই হিসেবেই এমন পাঁচটি মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলি ২০২৫ সালে দুর্দান্ত রিটার্ন দিতে পারে।

610
এমন ১৩টি স্মল ক্যাপ ফান্ড রয়েছে, যেগুলি তিন বছরে আলফা রিটার্ন তৈরি করতে পেরেছে

বন্ধন স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)- 29.37% 2)

আইটিআই স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)-27.39% 3) 

ইনভেসকো ইন্ডিয়া স্মলক্যাপ ফান্ড ( ডিরেক্ট))- 27.28% 

নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড( ডিরেক্ট)- 26.85% 

কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)- 26.61% 

টাটা স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)- 25.77% 

710
বাকি ফান্ড কোনগুলি?

ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানি ফান্ড ( ডিরেক্ট)- 25.72% 

এলআইসি এমএফ স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)- 25.62% 

এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)-24.74% 

এডেলউইস স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট) 24.04% 

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)- 24.02% 

HDFC স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)-23.49% 

ডিএসপি স্মল ক্যাপ ফান্ড ( ডিরেক্ট)- 22.21% 

810
BSE 250 Small Cap টোটাল রিটার্ন ইনডেক্স- 22.03%

NIFTY Smal lcap 250 টোটাল রিটার্ন ইনডেক্স- 22.65%

910
আর এবার এমন পাঁচটি মিউচুয়াল ফান্ডের তালিকা দেওয়া হল

যেগুলিতে বিনিয়োগ করলে ২০২৫ সালে বিরাট লাভের মুখ দেখতে পারেন ইনভেস্টররা।  

1010
দেখে নিন সেই তালিকা

Motilal Oswal Small Cap 

Bandhan Small Cap 

Tata Small Cap 

HSBC Small Cap 

Mahindra Manulife Small Cap

Disclaimer: বাজারে বিনিয়োগ করা একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই সর্বদা বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos