কাদের ‘নিকট আত্মীয়’ হিসাবে ধরা হয়?
আয়কর আইন অনুযায়ী, নিম্নলিখিত ব্যক্তিরা ‘নিকট আত্মীয়’-এর তালিকায় পড়েন এবং তাঁদের কাছ থেকে পাওয়া উপহার সম্পূর্ণ করমুক্ত:
স্বামী বা স্ত্রী
ভাই বা বোন
স্বামীর বা স্ত্রীর ভাই বা বোন
বাবা-মায়ের ভাই বা বোন
নিজের বা স্বামী/স্ত্রীর বংশের কোনো প্রত্যক্ষ পূর্বপুরুষ বা উত্তরপুরুষ
উপরে উল্লিখিত ব্যক্তিদের স্বামী বা স্ত্রী