আকাশ ছোঁয়া সোনার দাম, রুপোর দাম ১ লক্ষ টাকার বেশি- গয়নার কিনতে হিমশিম খাচ্ছে

Published : Feb 15, 2025, 04:02 PM IST

কয়েক মাস ধরেই সোনার দাম চড়ছে। আকাশ ছোঁয়া সোনার দাম। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। যা শনিবারও অব্যাহত রয়েছে। 

PREV
110
আকাশ ছোঁয়া সোনার দাম

কয়েক মাস ধরেই সোনার দাম চড়ছে। আকাশ ছোঁয়া সোনার দাম। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। যা শনিবারও অব্যাহত রয়েছে।

210
সোনার সঙ্গে পাল্লা রুপো

সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। কয়েক মাস ধরেই অধরা রয়েছে সোনা। এবার তেমনই অবস্থা রুপোর ক্ষেত্রেও।

310
গয়না কিনতে সমস্যা

সোনা আর রুপোর এই মূল্যবৃদ্ধিতে গয়না কিনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। বিয়ের মরশুম। কোনও রকমেই কাজ চালাতে হচ্ছে মধ্যবিত্তদের।

410
পাকা সোনার বার

শনিবার ২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার বারের দাম ৮৬ হাজার ৩০০ টাকা।

510
পাকা সোনা

১০ গ্রাম পাকা সোনার বারের দাম ৮৬ হাজার ৭৫০ টাকা।

610
হলমার্কযুক্ত গয়না সোনা

২২ ক্যারাট হলমার্ক যুক্ত গয়না সোনার দাম ৮২ হাজার ৪৫০ টাকা।

710
রুপোর দাম

প্রতি কেজি রুপোর দাম ৯৮ হাজার ৫০ টাক।

810
গয়না কিনতে আরও দাম

যদিও সোনার দাম থেকে ভাববেন না যেন এই দামেই গয়না কিনতে পারবেন। কারণ গয়না কিনতে গেলে দিতে হবে মজুরি। পাশাপাশি জিএসটি ৩ শতাংশ দিতে হবে।

910
কলকাতায় গয়না কিনতে খরচ

কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম জিএসটি যোগ করে হচ্ছে ৮৯ হাজার ৪৫০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবলমাত্র করযোগ করলে ৮৫ হাজারে পৌঁছে যাচ্ছে। মেকিং চার্জ যোগ হলে এই দাম আরও কিছুটা বাড়বে। কর যোগ করলে রুপোর দাম হয়েছে প্রায় ১ লক্ষ ১ হাজার টাকা।

1010
মাত্র ১০ গ্রামের গয়না

১ লক্ষ ১ হাজার টাকায় মাত্র ১০ গ্রাম সোনার গয়নাই হবে। অর্থাৎ এক লক্ষ টাকা খরচ করে হালকা সোনার গয়নাতেই সন্তুষ্ট হতে হবে ক্রেতকে।

click me!

Recommended Stories