কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম জিএসটি যোগ করে হচ্ছে ৮৯ হাজার ৪৫০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবলমাত্র করযোগ করলে ৮৫ হাজারে পৌঁছে যাচ্ছে। মেকিং চার্জ যোগ হলে এই দাম আরও কিছুটা বাড়বে। কর যোগ করলে রুপোর দাম হয়েছে প্রায় ১ লক্ষ ১ হাজার টাকা।