প্রতিদিনই বদল হয় সোনার দাম। কখনও তা হচ্ছে লাখ টাকা ছুুঁই ছুঁই তো কখনও দাম কমছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা।
211
বর্তমানে প্রায় প্রতিদিনই সোনার দামের মধ্যে বিস্তর উত্থান-পতন হচ্ছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। গতকালই সোনরা দাম খানিকটা কমেছিল। আজ আবার ফের বেড়েছে দাম।
311
এখন এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনালী ধাতুর। রইল কলকাতার সোনার দামের হদিশও।