রথের দিন বিভিন্ন সোনার দোকাথে থাকে অফার। এই সময় অনেকেই সোনার গয়না কিনে থাকে।
211
এদিকে প্রতিমুহূর্তে পরিবর্তন হচ্ছে সোনার দাম। কখনও তা লাখ ছুুঁই ছুঁই তো কখনও দাম কমছে। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে বিপুল। মাঝে দামের পতন হলেও সে অর্থে কমেনি।
311
আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে সামান্য হলেও কমেছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনালী ধাতুর।