ভাঙল সর্বকালের রেকর্ড, ধনতেরাসের আগে আরও দামি হল সোনা, আজ কলকাতায় সোনার দাম শুনলে চমকে উঠবেন

ধনতেরাস ও দীপাবলির আগে সোনার দাম  প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি যা সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। রুপোর দামও বেড়েছে। বিভিন্ন শহরে সোনার দাম আজ করত দেখে নিন।

Sayanita Chakraborty | Published : Oct 23, 2024 12:42 PM IST / Updated: Oct 23 2024, 06:13 PM IST
117

আগামী সপ্তাহে ধনতেরাস ও দীপাবলি। এই শুভ সময় অনেকেই সোনা কিনতে চান। ছোট একটি পেনডেন্ট হোক বা সোনার কয়েন- সকলেরই মন থাকে সোনার জিনিসের দিকে। এই সময় সোনা কেনা শুভ বলেও মনে করা হয়।

217

কথিত আছে, ধনতেরাসের শুভ সময় সোনা কিনলে ধন-সম্পত্তির বৃদ্ধি হয়। আর সেই কারণে বহু ধনী থেক মধ্যবিত্ত সকলেই এই সময় সোনা কেনার কথা ভেবে থাকেন।

317

তবে এবার ধনতেরাসের আগে মাথায় বাজ ক্রেতা ও বিক্রেতা উভয়ের। কারণ সর্বকালের রেকর্ড ছুঁল সোনর দাম। সঙ্গে রুপোর দামও গড়ল রেকর্ড। এই উৎসবের মরশুমে উর্ধ্বমুখী সোনার দাম।

417

আজ বুধবার এক ধাক্কায় খাঁটি সোনার দাম পৌঁছাল ৮০ হাজারের কাছাকাছি। দাম বাড়ল ২২ ক্যারেট সোনারও। রুপোর দামও বাড়ল সমান তালে।

517

কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

617

দিল্লিতে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৫৫০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,২২০ টাকা।

717

মুম্বইয়ে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

817

লখনউ-এ আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৫৫০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,২২০ টাকা।

917

চেন্নাইয়ে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

1017

আহমেদাবাদে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪৫০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,১২০ টাকা।

1117

পুনেতে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

1217

গুরুগ্রামে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৫৫০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,২২০ টাকা।

1317

বেঙ্গালুরুতে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

1417

জয়পুরে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৫৫০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,২২০ টাকা।

1517

পাটনায় আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪৫০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,১২০ টাকা।

1617

ভুবনেশ্বরে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

1717

হায়দরাবাদে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৭৩,৪০০। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৮০,০৭০ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos