Published : Oct 23, 2024, 06:12 PM ISTUpdated : Oct 23, 2024, 06:13 PM IST
ধনতেরাস ও দীপাবলির আগে সোনার দাম প্রায় ৮০ হাজার টাকার কাছাকাছি যা সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে। রুপোর দামও বেড়েছে। বিভিন্ন শহরে সোনার দাম আজ করত দেখে নিন।
আগামী সপ্তাহে ধনতেরাস ও দীপাবলি। এই শুভ সময় অনেকেই সোনা কিনতে চান। ছোট একটি পেনডেন্ট হোক বা সোনার কয়েন- সকলেরই মন থাকে সোনার জিনিসের দিকে। এই সময় সোনা কেনা শুভ বলেও মনে করা হয়।
217
কথিত আছে, ধনতেরাসের শুভ সময় সোনা কিনলে ধন-সম্পত্তির বৃদ্ধি হয়। আর সেই কারণে বহু ধনী থেক মধ্যবিত্ত সকলেই এই সময় সোনা কেনার কথা ভেবে থাকেন।
317
তবে এবার ধনতেরাসের আগে মাথায় বাজ ক্রেতা ও বিক্রেতা উভয়ের। কারণ সর্বকালের রেকর্ড ছুঁল সোনর দাম। সঙ্গে রুপোর দামও গড়ল রেকর্ড। এই উৎসবের মরশুমে উর্ধ্বমুখী সোনার দাম।