Gold Silver Price: শনিবারের পর রবিবার ফের চড়ল সোনা-রুপোর দর? জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

Latest Videos

১৪ মে রবিবার প্রতি গ্রামে ১০ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। আজ ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৬৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৬৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৩২০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। রবিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৬,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৬৫ টাকা

৮ গ্রাম - ৪৫,৩২০ টাকা

১০ গ্রাম - ৫৬,৬৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৬,৫০০ টাকা

অন্যদিকে ১৪ মে তারিখে প্রতি গ্রামে ৪৪ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,১৮০ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৪৪০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬১,৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রবিবার বেড়ে হয়েছে ৬,১৮,০০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,১৮০ টাকা

৮ গ্রাম - ৪৯,৪৪০ টাকা

১০ গ্রাম - ৬১,৮০০ টাকা

১০০ গ্রাম - ৬,১৮,০০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম বাড়লেও রুপোর দাম নিম্নমুখী। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো রবিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৪.৮০ টাকা

৮ গ্রাম - ৫৯৮.৪০ টাকা

১০ গ্রাম - ৭৪৮ টাকা

১০০ গ্রাম - ৭,৪৮০ টাকা

আরও পড়ুন -

মে মাসে কোন শহরে ঊর্ধ্বমুখী হল জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর
ঘূর্ণিঝড় ‘মোকা’-র জেরে স্বাভাবিকের চেয়ে কমে গেল কলকাতার তাপমাত্রা, ল্যান্ডফল হলেই ব্যাপক গরম বাড়ার আশঙ্কা

সাইক্লোন ‘মোকা’-র পরের ঘূর্ণিঝড়ের নাম কী? পর পর ৯টি নামকরণকারীর মধ্যে রয়েছে ভারত,পাকিস্তান, বাংলাদেশ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন