বেশ কিছুদিন ধরে বাড়ার পর অবশেষে সোনার দামে পতন দেখা গেল, যা মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেট সোনার আজকের নতুন দামের তালিকা দেওয়া হয়েছে।
অনেকদিন পর মধ্যবিত্তের মুখে হাসি ফুটল। কমে গেল সোনার দাম। প্রতিদিনই বদল হচ্ছে সোনার দাম। কখনও তা লক্ষাধিক দামে বিকোচ্ছে তো কখনও দাম কমছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা কমেছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।