Gold Price: মঙ্গলবার কতটা বাড়ল সোনা-রুপোর দাম? দেখে নিন লেটেস্ট দর

Published : Jul 04, 2023, 01:16 PM IST
Gold price today 30th june 2023

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৩ জুলাই মঙ্গলবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৪১৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,৩২০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,১৫০ টাকা। মঙ্গলবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৪১,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪১৫ টাকা

৮ গ্রাম - ৪৩,৩২০ টাকা

১০ গ্রাম - ৫৪,১৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৪১,৫০০ টাকা

অন্যদিকে ৩ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৯০৭ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৭,২৫৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৯,০৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম মঙ্গলবার হয়েছে ৫,৯০,৭০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৯০৬ টাকা

৮ গ্রাম - ৪৭,২৪৮ টাকা

১০ গ্রাম - ৫৯,০৬০ টাকা

১০০ গ্রাম - ৫,৯০,৬০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো মঙ্গলবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭১.৭০ টাকা

৮ গ্রাম - ৫৭৩.৬০ টাকা

১০ গ্রাম - ৭১৭ টাকা

১০০ গ্রাম - ৭,১৭০ টাকা

আরও পড়ুন -

ভোটে লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করলেন শুভেন্দু, প্রথম ক্যাবিনেট বৈঠকেই ২ হাজার টাকা করে ভাতা দেওয়ার আশ্বাস বিরোধী দলনেতার
ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে স্লোগান উঠল ‘খালিস্তান দীর্ঘজীবী হোক’, আমেরিকায় আক্রমণের শিকার ভারত

Weather News: প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টিতে ঘর্মাক্ত পরিস্থিতি

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?