110

২ লক্ষ টাকার কভারেজ দেবে এই বীমা
কেন্দ্রীয় সরকার দেশের অভাবী এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের সুবিধার জন্যই মূলত এই বিশেষ বীমা প্রকল্পটি চালু করেছে।
210
এটি অবশ্য অনেক বছর ধরেই চলছে
কোনও দুর্ঘটনায় যদি পরিবারের কর্তার মৃত্যু হয়, তাহুএ এই বীমা করানো থাকলে কভারেজ পাওয়া যাবে।
310
কত টাকার কভারেজ?
মোট ২ লক্ষ টাকা কভারেজ পেতে পারে মৃতের পরিবার।
410
বর্তমান সময়ে দাঁড়িয়ে, বীমা করিয়ে রাখা খুবই জরুরি একটা বিষয়
আর সেই কথা মাথায় রেখেই, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল জীবন জ্যোতি বীমা প্রকল্প (pm jeevan jyoti bima yojana benefits)।
510
প্রিমিয়াম কত দিতে হবে?
বছরে মাত্র ৪৩৬ টাকা দিয়েই আপনি ২ লক্ষ টাকার বীমা পেতে পারেন।
610
গত ২০১৫ সালে চালু হয়েছিল এই প্রকল্প
আর এই ১০ বছরের মধ্যে, বীমা যোজনায় নাম নথিভুক্ত করিয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ।
710
এই কভারেজটি বছরের ১ জুন থেকে পরের বছরের ৩১ মে পর্যন্ত বৈধ থাকে
অর্থাৎ, প্রতি বছর এই স্কিমে আপনাকে রিনিউয়াল করাতে হবে।
810
বীমাকৃত ব্যক্তি যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে কী হবে?
সেক্ষেত্রে সরকারী নিয়ম অনুযায়ী, সেই বীমার টাকা ঐ ব্যক্তির নমিনির হাতে তুলে দেওয়া হবে (pm jeevan jyoti bima yojana)।
910
আবেদন করবেন কীভাবে?
জেনে নিন আবেদন করার সঠিক পদ্ধতি।
1010
এই স্কিমে নাম নথিভুক্ত করতে চাইলে নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কে যেতে হবে