একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলেই ১০ হাজার টাকা জরিমানা নতুবা জেল! কত তারিখের মধ্যে বন্ধ করতে হবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কড়া নিয়ম জানিয়ে দিল RBI?
একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা। ব্যাঙ্ক থেকেই কেটে নেওয়া হবে সেই টাকা।
59
কী নিয়ম আনল RBI? RBIবলছে এক ব্যক্তির নামে যাদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন হয়ে থাকে তাহলে মোটা টাকা জরিমানা নেবে ব্যাঙ্ক।
69
যেকোনও প্রকার স্ক্যাম বা চুরি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে RBI। কোনও মতেই আর একের বেশি অ্যাকাউন্ট যেখানে ভুয়ো লেনদেন হতে পারে তা রাখা যাবে না।
79
এই ১০ হাজার টাকা না দিলে আইনি ব্যবস্থা নেবে ব্যাঙ্ক বলে জানা গিয়েছে।
89
যদি কোনও ব্যক্তির একাধিক ব্যাঙ্কে দুই বা ততধিক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা।
99
এই সমস্যা থেকে বাঁচার জন্য রাখতে হবে অ্যাকাউন্টের সমস্ত রেকর্ড। এবং বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।