মাত্র ৯ বছরেই কোটিপতি হতে চান? সাধারণ মধ্যবিত্তি থেকে কোটি টাকার মালিক হতে এই লিঙ্কে ক্লিক করুন

Published : Sep 20, 2025, 03:07 PM IST

Investment Tips: বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত , সুপরিকল্পিত নীতি একজন মানুষকে দ্রুত কোটিপতি করতে পারে। মাত্র ৯ বছরেই এক সাধারণ ব্যক্তির কোটিপতি হওয়ার তথ্য রইল এখানে। 

PREV
16
মাত্র ৯ বছরেই কোটিপতি হওয়ার টিপস

বড়লোক বা ধনী হতে সকলেই ইচ্ছে করে। বিশেষ করে মধ্যবিত্তি চাকরিজীবীদের তো বটেই। পারিবারিক ব্যবসা বা পৈত্রিক সম্পত্তি না থাকলেও সহজেই কোটিপতি হতে পারেন। তারজন্য প্রয়োজন সঠিক স্থানে সঠিক অঙ্কের টাকা বিনিয়োগ। যা আপনার সাধ্যের মধ্যে।

26
বিনিয়োগের স্মার্ট প্ল্যান

একজন কর্পোরেট সংস্থার কর্মী বা সধারণ সরকারি কর্মী যদি সঠিক স্থানে সঠিকভাবে বিনিয়োগ করলে সহজেই দ্রুত কোটিপতি হওয়া যায়। এরজন্য চাই সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত। নিজের প্রয়োজনীয় খরচের সীমারেখা টানতে পারের ওপর। সম্প্রতি একজন কর্পোরেট কর্মী রেডইটে শেয়ার করেছেন তাঁর বিনিয়োগের প্ল্যান। যা থেকে আপনিও শিখতে পারেন। কী করে সঠিক বিনিয়োগের মাধ্যমে মাত্র ৯ বছরের বিনিয়োগ করা যায়।

36
৫৩ হ হাজার টাকা বেতন

কর্পোরেট সংস্থার এই কর্মী জানিয়েছেন, তিনি তাঁর চাকরিজীবন শুরু করেছিলেন ৫৩ হাজার টাকার বেতন দিয়ে। তারপর তিনি বিনিয়োগ শুরু করে। পরবর্তীকালে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি বিনিয়োগে বৃদ্ধি করেন। একাধিক পরিকল্পনা করেন।

46
৯ বছরে ১ কোটি টাকার মালিক

এই ব্যক্তি জানিয়েছেন তিনি মাত্র ৯ বছরেই ১ কোটি ৩ লক্ষ টাকার মালিক হয়েছে। তিনি একাধিক চাকরি পরিবর্তন করেছেন। তাঁর বেতন বেড়েছে। কিন্তু নিজের খরচের একটি সীমারেখে তিনি টেনে রেখেছেন। আড়াই লক্ষ টাকা বেতন হাতে পেলেও খরচ বাড়াননি।

56
বিনিয়োগের স্থান

কিন্তু আয় বাড়লেও তিনি ব্যয় বাড়াননি। অতিরিক্ত অর্থ ব্যয়ের পরিবর্তে তিনি সেভিংস করেছেন। ফিক্সড ডিপোজিট থেকে ইক্যুইটিতে বিনিয়োগ করেছেন। ৭০ লাখের ইক্যুইটির মধ্যে রয়েছে তাঁর মিউচুয়াল ফান্ড, স্টক, ইপিএফ এবং পিপিএফ।

66
ইকুইটি বিনিয়োগ

তিনি জানিয়েছেন, তিনি ধারাবাহিকভাবে একটি এক্সেল শিটে তাঁর সম্পদের হিসাব রাখেন। যাতে তাঁর ইনভেস্টমেন্ট প্ল্যান করতে সুবিধা হয় ও সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর লক্ষ্য পরবর্তী মাইলফলক- শুধুমাত্র ইকুইটি বিনিয়োগে ১ কোটি টাকা অর্জন।

Read more Photos on
click me!

Recommended Stories