মহিলার প্রতি মাসে পাবেন ৭ হাজার! বিরাট উদ্যোগ নিচ্ছে মোদী সরকার, নতুন বছরে বাজারে এল নয়া স্কিম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের জন্য LIC-র বিমা সখী যোজনা চালু করেছেন। এই যোজনায় ১৮ থেকে ৭০ বছর বয়সী দশম পাশ মহিলারা প্রশিক্ষণ নিয়ে LIC এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। 

Sayanita Chakraborty | Published : Dec 9, 2024 11:07 AM IST
110

নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিলাদের এক বিশেষ উপহার দিতে চলেছেন। চালু করলেন বিশেষ যোজনা।

210

প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ১০০০ টাকা করে দিয়ে থাকে বাংলার মহিলাদের। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার।

310

এবার বিশেষ উদ্যোগ নিলেন মোদী সরকার। তিনি মেয়েদের জন্য এক বিশেষ স্কিমের উদ্বোধন করলেন।

410

প্রধানমন্ত্রী হরিয়ানার পানিপথে এলআইসি-র বিমা সখী যোজনা চালু করেন। যার সাহায্যে মেয়েরা ঘরে বসে মোটা টাকা আয় করতে পারবেন।

510

চালু হবে LIC-র বিমা সখী স্কিম। যা ১৮ থেকে ৭০ বছরের মধ্যে দশম পাস মহিলাদের স্বনির্ভর এবং ক্ষমতায়নের লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে।

610

LIC-র বিমা সখী যোজনা কী। দশম পাশ মহিলাদের এলআইসি এজেন্ট হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেন্ড বিমা সখী মহিলাদের প্রথম ৩ বছরের জন্য এলআইসি দ্বারা বেতন বা স্টাইপেন্ড পাবেন।

710

প্রশিক্ষণ শেষ করার পরে, মহিলারা এলআইসি-র এজেন্ট হিসেহবে কাজ করবে। স্নাতক শেষ করার পর তারা এলআইসি-র ডেভেলপমেন্ট অফিসার হওয়ার সুযোগ পাবেন।

810

LIC মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই নিয়ে এসেছে এই প্রকল্প। এর মাধ্যমে প্রশিক্ষিত নারীরা আর্থিক সাক্ষরতা ও বিমা বিষয় সচেতনতা বাড়াতে কাজ করবেন।

910

এই প্রকল্পের শুরুতে প্রতি মাসে ৭ হাজার টাকা। দ্বিতীয় বছরে ৬ হাজার ও তৃতীয় বছরে ৫ টাকা করে প্রতি বছর দেওয়া হবে।

1010

প্রকল্পের প্রথম ধাপে ৩৫ হাজার মহিলাকে বিমা এজেন্ট হিসেবে চাকরি দেওয়া হবে। পরে আরও ৫০ হাজার এই প্রকল্পের আওতায় আসবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos