18

দেরিতে জমা দিলে জরিমানা দিতে হবে
সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
28
৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে,
৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেয় আয়কর বিভাগ।
38
একে বলা হয় দেরিতে জমা দেওয়া আয়কর রিটার্ন
দেরিতে জমা দিলে জরিমানা দিতে হবে।
48
আপনার ITR সংশোধন করতে চাইলে, ১৫ জানুয়ারি পর্যন্ত সুযোগ রয়েছে
সাধারণত, দেরিতে এবং সংশোধিত আয়কর জমার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
58
তবে, এবার এই সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
দেরিতে জমা দিলে ৫ লাখের বেশি আয়কারীদের ৫০০০ টাকা।
68
৫ লাখের কম আয়কারীদের ১০০০ টাকা জরিমানা
এছাড়াও করের উপর সুদ নেওয়া হয়।
78
১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত করদাতারা তাদের আয়কর রিটার্ন সংশোধন করতে পারবেন
ভুল তথ্য দিলে এই সুবিধা দেওয়া হয়েছে।
88
১৫ জানুয়ারির মধ্যে জমা না দিলে ITR-U জমা দিতে পারবেন