
India vs Pakistan Share Market: ব্যবসাতে তার প্রভাব পড়তে বাধ্য। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে একাধিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত সরকার। এমনকি, সামরিক মহড়া শুরু করে দিয়েছে সেনা এবং বায়ুসেনাও। আর এই স্পর্শকাতর পরিস্থিতির মাঝেই জোরালো প্রভাব পড়েতে শুরু করেছে ভারতের শেয়ার বাজারে (Stock Market)। রিপোর্ট বলছে, ১০০০ পয়েন্টেরও বেশি পড়েছে সেনসেক্সের (Sensex) সূচক।
শুক্রবার, বাজার খোলার পর কিছুটা উর্ধ্বমুখী অবস্থান নেয় সেনসেক্স (Sensex)। তখন প্রায় ৩০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল গ্রাফ। কিন্তু বেলা গড়াতেই শেয়ার বাজারে ব্যাপক ধস নামে।
দেখা যায়, প্রায় ১২০০ পয়েন্ট পড়ে গেছে সেনসেক্স এবং সঙ্গে নিফটিও প্রায় ৪০০ পয়েন্ট নেমে যায়। বিশেষ করে এদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপগুলি। দেখা গেছে, প্রায় ৩% কমে যায় তাদের শেয়ারের দাম (Share price)।
সবমিলিয়ে, ভারতের বাজারে অন্তত ১০ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। ওদিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রাখার ফলে, অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছিল দেশের শেয়ার বাজার (stock market live)।
কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিল পহেলগাঁও হামলা। ঠিক যেমন জম্মু-কাশ্মীরের ব্যবসা-বাণিজ্যও অনেকটা ধাক্কা খেল। তবে শেয়ার বাজারের এই পতনের পিছনে মার্কেট অ্যানালিস্টদের অধিকাংশই দায়ী করেছেন পহেলগাঁও হামলাকেই। পহেলগাঁওতে পাকিস্তানের মদত পাওয়া জঙ্গিদের হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করেছে নয়াদিল্লী (sensex today live)।
শুরু হয়ে গেছে সামরিক মহড়া এবং সীমান্তে সেনার সংখ্যা বাড়তেও শুরু করেছে। সূত্রের খবর, পাকিস্তানও রাওয়ালপিন্ডির সেনাঘাঁটিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।
আর এই যুদ্ধকালীন আবহে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশের শেয়ার বাজারে। আইসিআইসিআই সিকিওরিটিজের প্রধান পঙ্কজ পাণ্ডে জানিয়েছেন, “বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের যা সম্পর্ক, তাতে দুশ্চিন্তা থেকেই যায়। আগামীদিনে কোন পথে যাবে এই সম্পর্ক, তা নিয়েও অনিশ্চয়তার প্রভাব পড়তে শুর করেছে বাজারে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।