Indian Rupee: ডলারের সাপেক্ষে ৯০-এর গণ্ডি পার করল ভারতীয় টাকা! ইতিহাসে এই প্রথম?

Published : Dec 03, 2025, 01:10 PM ISTUpdated : Dec 03, 2025, 02:29 PM IST
Indian Rupee: ডলারের সাপেক্ষে ৯০-এর গণ্ডি পার করল ভারতীয় টাকা! ইতিহাসে এই প্রথম?

সংক্ষিপ্ত

Indian Rupee:ইতিহাসে এই প্রথম। এমনিতে, ভারতীয় মুদ্রার পতন অব্যাহত। চলতি সপ্তাহের শুরু থেকেই মার্কিন ডলারের তুলনায় অনেকটাই কমেছে ভারতীয় টাকার মূল্য। আর বুধবার, তা প্রথমবারের জন্য ৯০-এর গণ্ডি পেরিয়ে গেল।

Indian Rupee: ইতিহাসে এই প্রথম। এমনিতে, ভারতীয় মুদ্রার পতন অব্যাহত। চলতি সপ্তাহের শুরু থেকেই মার্কিন ডলারের তুলনায় অনেকটাই কমেছে ভারতীয় টাকার মূল্য (indian rupee to usd)। আর বুধবার, তা প্রথমবারের জন্য ৯০-এর গণ্ডি পেরিয়ে গেল (indian rupee vs dollar)। 

থমবারের জন্য ৯০-এর গণ্ডি পেরিয়ে গেল

উল্লেখ্য, রুপির ইতিহাসে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটল। অর্থাৎ, ১ মার্কিন ডলার পেতে গেলে, আপনাকে খরচ করতে হবে ৯০ টাকার বেশি। ঠিক একদিন আগে মঙ্গলবার, ১ ডলারের নিরিখে টাকা পৌঁছে যায় ৮৯.৯৪৭৫-এ। 

এরপর বুধবার, ডলারের সাপেক্ষে ৯০.১৩ টাকা ছুঁয়েছে ভারতীয় মুদ্রা। চলতি নভেম্বর মাসের একটা বড় সময় ধরে ডলারের বিনিময়মূল্য ৮৮.৫৭-৮৮.৭৮ টাকার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। গত ২১ নভেম্বর, মাত্র একদিনে ০.৮% হ্রাস পেয়ে ৮৯ ডলারের বেড়া টপকে যায়। 

তারপর থেকে যেন কার্যত, 'রি-বাউন্ড' হওয়ার শক্তি হারিয়ে ফেলে তা। পরিসংখ্যান বলছে, চলতি বছরে নভেম্বর মাস পর্যন্ত, টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে ৪.৮%। যার ফলে, চলতি ক্যালেন্ডার বছরে এশিয়ার সবথেকে 'দুর্বল পারফর্মার' কারেন্সির তকমা পায় সে। 

গত এক বছরের মধ্যে সর্বাধিক

তবে শুধু ডলারই নয়, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটিশ পাউন্ড-ইউরো এবং জাপানিজ় ইয়েন-চিনা ইউয়ান, বিশ্বের অন্য চার প্রধান কারেন্সির বিনিময়দরেও যে পরিমাণ পতন হয়েছে টাকার, তা কিন্তু গত এক বছরের মধ্যে সর্বাধিক।

স্বাভাবিকভাবেই, টাকার পতনের প্রভাব এসে পড়েছে দেশের শেয়ার বাজারের উপরেও। বুধবার, বাজার খোলার সময় থেকেই যথেষ্ট ডাউন রয়েছে ভারতের স্টক মার্কেট। খারাপ হাল সেনসেক্স এবং নিফটি ৫০-এর। এই দুটি বেঞ্চমার্ক ইনডেক্স একেবারেই ভালো জায়গায় নেই বুধবার সকাল থেকে। 

নিফটি ৫০ কমেছে ১১৯ পয়েন্ট বা ০.৪৬%। যার জেরে ২৬ হাজারের নীচে নেমে গেছে এই সূচক। অপরদিকে, সেনসেক্স কমেছে ০.৩৭% বা ৩১৭ পয়েন্টে। সেইসঙ্গে, নিফটি ব্যাঙ্ক সহ গুরুত্বপূর্ণ একাধিক সেক্টরাল ইনডেক্সও ডাউন রয়েছে। তবে এই বাজারেও নিফটি আইটি সেক্টরাল ইনডেক্স বৃদ্ধি পেয়েছে ০.২০%।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট