Instagram -এ ছবি আর রিল পোস্ট করেই আয় হবে লক্ষ লক্ষ টাকা, জেনে নিন কীভাবে

Published : Feb 24, 2025, 05:11 PM ISTUpdated : Feb 24, 2025, 05:16 PM IST

সোশ্যাল মিডিয়া কেবল বিনোদন নয়, আয়ের মাধ্যমও হতে পারে। Instagram-এ বিভিন্ন উপায়ে ঘরে বসেই মোটা টাকা আয় করা সম্ভব, ইনফ্লুয়েন্সার, মার্কেটিং থেকে শুরু করে ড্রপশিপিং পর্যন্ত।

PREV
110

সারাদিন সোশ্যাল মিডিয়া ঘেঁটে চলে অনেকেই। সারাদিন ছবি পোস্ট করছেন কিংবা রিল বানাচ্ছেন। এবার বিনোদন নয়। সোশ্যাল মিডিয়া হোক আপনার আয়ের মাধ্যম।

210

ঘরে বসে Instagram থেকে আয় করুন মোটা টাকা। জেনে নিন কীভাবে। Instagram-এ কয়টি কাজ করে আয় করা যায়।

310

ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে আয় করতে পারেন। অনেক কোম্পানি আছে যারা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য লোক খুঁজে বেড়ায়। ইনফ্লুয়েন্সার হিসেবে তাদের হয়ে কাজ করতে পারেন।

410

অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ইনভেস্টমেন্ট বা পুঁজি ছাড়া ঘরে বসে এই কাড করতে পারেন। যে কোনও সোশ্যাল মিডিয়ায় এই কাজ করা যায়।

510

নিজের পণ্য বিক্রি করে আয় করতে পারেন। আপনি ইনস্টাগ্রামে এই ব্যবসা করতে পারেন। তেমনই দেশের কোনও জায়গা বা বিদেশ থেকে কোনও পণ্য এনেও বিক্রি করতে পারেন ইনস্টাগ্রামের মাধ্যমে।

610

ড্রপশিপিং করে আয় করতে পারেন। এটা অনলাইন বিজনেস। এর দ্বারা আপনি মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাবেন কিন্তু আপনাকে কোনও পণ্য মজুত করতে হবে না।

710

নতুন কাউকে সাহায্য করে আয় করতে পারেন। যারা ইনস্টাগ্রামে নতুন তাদের সাহায্য করুন। তাদের টিউশন দিয়ে আয় করতে পারেন। অনলাইন কোর্স বা কনসালটেন্সি দিতে পারেন।

810

ক্যাপশন বিক্রি করে আয় করা যায়। ক্যাপশন ভালো হলে রিচ ভালো হয়। অনেকে অনলাইনে ব্যবসা করে। তাদের জন্য ভালো ক্যাপশন তৈরি করুন। তার বিনিময় আয় করুন।

910

অ্যানিমেশন ভিডিও এবং ছবি বিক্রি করে আয় করতে পারেন। ব্লগার, বিভিন্ন কোম্পানি, অনলাইন বিজনেসের কারণে স্টক ইমেজ লাগে। তাদের জন্য বিভিন্ন অ্যানিমেশন ভিডিও এবং ছবি তৈরি করে আয় করুন।

1010

জনপ্রিয় প্রোফাইল বিক্রি করে টাকা আয় করা যায়। ইনস্টাগ্রাম প্রচুর সময় ও পরিশ্রম দিয়ে একটা আইডি গড়ে তোলে যেখানে লাখ লাখ ফলোয়ার্স থাকে। এই রকম প্রোফাইল তৈরি করে খুব সহজেই সেটি বিক্রি করে আয় করা যায়।

click me!

Recommended Stories