Investment high return: মাত্র ৮৩৪ টাকা করে জমান সন্তানের জন্য! এই স্কিম রিটার্ন দেবে ১১ কোটি টাকা?

Published : Jun 13, 2025, 05:06 PM ISTUpdated : Jun 14, 2025, 04:06 PM IST

Investment high return: এই বিশেষ স্কিমটির অধীনে যে কোনও বাবা-মা তাঁর সন্তানের জন্য প্রতি মাসে মাত্র ৮৩৪ টাকা করে বিনিয়োগ করতে পারেন। 

PREV
113
বর্তমানে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সমস্ত বাবা-মায়েরাই ভীষণ চিন্তায় থাকেন

আর সেই জন্যই কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এমন একটি স্কিম, যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তা করবে। 

213
এই স্কিমে প্রতি মাসে ৮৩৪ টাকা করে বিনিয়োগ করতে হবে

সেক্ষেত্রে আপনার সন্তানের যখন ৬০ বছর বয়স হবে, তখন সে মোট ১১ কোটি টাকা পাবে (nps vatsalya scheme)।

413
স্কিমটির নাম হল এনপিএস বাৎসল্য স্কিম (NPS Vatsalya Scheme)

প্রতি মাসে ৮৩৪ টাকা করে মানে, প্রতি বছর ১০ হাজার টাকা করে সন্তানের জন্য জমাতে পারলে, আপনার সন্তান তাঁর ৬০ বছর বয়সে গিয়ে ১১ কোটি টাকা হাতে পাবে (NPS Investment)।

513
কম্পাউন্ডিং ইন্টারেস্টের আশ্চর্য ক্ষমতার জেরে বছরে মাত্র ১১ হাজার টাকা জমাতে হবে

তাহলে আপনার সন্তান হাতে পেতে পারে মোট ১১ কোটি টাকা (nps vatsalya calculator)। 

613
তাহলে রিটার্ন কত?

এনপিএস-এর অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট বিকল্পের মাধ্যমে বার্ষিক ১২.৮৬% হারে রিটার্ন এসেছে বলে ধরে নেওয়া যায়।

713
উল্লেখ্য, ন্যাশনাল পেনশন সিস্টেমেরই একটি বর্ধিত স্কিম হল এই এনপিএস বাৎসল্য

যে সমস্ত ব্যক্তিদের ১৮ বছরের কম বয়সী সন্তান রয়েছে, তাদের জন্যো একমাত্র এই স্কিমটি উপলব্ধ থাকবে (nps vatsalya registration)। 

813
তবে এই স্কিমটি করতে গেলে সন্তানের নামে অবশ্যই প্যান এবং আধার কার্ড থাকতে হবে

আর যেই সন্তানের বয়স ১৮ বছর হয়ে যাবে, তখন এই বাৎসল্য অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই এনপিএস টায়ার-১ অ্যাকাউন্টে বদলে যাবে। সেই পদ্ধতির মাধ্যমেই তারপর থেকে নিয়মিত পেনশন সিস্টেম শুরু হয়ে যাবে।

913
এই স্কিমে ন্যূনতম ১ হাজার টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যায়

তবে এক্ষেত্রে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। আপনি আপনার পছন্দ মত বিনিয়োগের মাধ্যম কিংবা প্রক্রিয়া ঠিক করে নিতে পারবেন।

1013
অ্যাগ্রেসিভঃ ৭৫% ইক্যুইটি, হাই রিস্ক এবং বেশি রিটার্ন

মডারেটঃ ৫০% ইক্যুইটি, ভারসাম্যযুক্ত ঝুঁকি এবং রিটার্ন

কনজারভেটিভঃ ২৫% ইক্যুইটি, কম রিস্ক এবং যথাযথ স্থিতিশীল রিটার্ন

1113
৬০ বছর বয়সে পাবেন ১১ কোটি টাকা

দেখা যাচ্ছে, প্রতি মাসে ৮৩৪ টাকা করে জমালে অ্যাগ্রেসিভ মোডে ১২.৮৬% সুদের হারে ৬০ বছর বয়সে আপনার সন্তান পাবে ১১ কোটি টাকা (nps vatsalya benefits)। 

1213
মডারেট মোডে ১১.৫৯% হারে, ৬০ বছর বয়সে আপনার সন্তান পাবে ৫.৯৭ কোটি টাকা।

কনজারভেটিভ মোডে ১০% হারে, ৬০ বছর বয়সে গিয়ে আপনার সন্তান পাবে ২.৭৫ কোটি টাকা। 

1313
আপনার সন্তানের ১৮ বছর বয়স হলে, জমা করা টাকার অঙ্ক যদি তখন ২.৫ লাখের বেশি হয়

তাহলে এর ৮০% থাকতে হবে অ্যানুইটি প্ল্যানে এবং ২০% একবারে তুলে নেওয়া যেতে পারে। আর এই ফান্ডের মূল্য ২.৫ লাখ টাকার কম হলে, পুরো টাকাটাই একবারে তুলে নেওয়া যেতে পারে।

Disclaimer: বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories