পুরো কামরা বুক করার নিয়ম
ট্রেনের কামরা বা পুরো ট্রেন বুক করতে পুরো ভাড়ার (FTR) টাকা দিতে হয়। এছাড়া ৫০,০০০ টাকা জমা রাখতে হয়। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত ভাড়া প্রযোজ্য। ৩০% সার্ভিস চার্জ ও দিতে হয়। যাত্রাপথ কমপক্ষে ২০০ কিমি হতে হবে। কোথাও ট্রেন থামলে তার জন্য আলাদা ভাড়া লাগবে। এসি ও ফার্স্ট ক্লাস কামরার জন্য ৫% জিএসটি দিতে হয়। যদি ট্রেনটি সুপারফাস্ট হয়, তাহলে সুপারফাস্ট চার্জ যোগ হবে। পুরো ট্রেন বুক করলে ইঞ্জিন থামানোর চার্জও দিতে হয়। এভাবে পুরো ট্রেন বুক করা অনেক ব্যয়বহুল।
বুকিং এর নিয়ম
আইআরসিটিসি অফিস বা প্রধান কার্যালয়ে কামরা বা ট্রেন বুক করা যায়। মোট বুকিং মূল্যের ৫% লেভি দিতে হয়। কমপক্ষে এক মাস আগে এবং সর্বোচ্চ ছয় মাস পরে বুকিং করা যায়।