
আপনার PAN কার্ডে কতগুলো Active Loan আছে জানবেন যেভাবে আজকাল অনেকেই জানেন না, তাদের PAN কার্ডের সঙ্গে ঠিক কতগুলো লোন যুক্ত আছে। কখনও পুরনো কোনো লোন ভুলে যাওয়া হয়, আবার কখনও পরিচয় চুরি করে কেউ লোন নিয়ে ফেলতেও পারে। তাই সময় সময় নিজের PAN-এর সঙ্গে যুক্ত loan status দেখা খুব দরকার।
এই তথ্য দেখতে হলে আপনাকে মূলত নিজের Credit Report চেক করতে হবে। Credit Report কী Credit Report হলো আপনার আর্থিক ইতিহাসের রিপোর্ট। এখানে দেখা যায়: আপনার নেওয়া সব Active Loan আগের Closed Loan কোন ব্যাংক বা সংস্থা থেকে লোন নিয়েছেন কত টাকা বাকি আছে EMI ঠিকমতো দিচ্ছেন কিনা ভারতের সব ব্যাংক ও NBFC এই তথ্য ক্রেডিট ব্যুরোতে পাঠায়।
কোথা থেকে রিপোর্ট পাওয়া যায়?
ভারতে চারটি প্রধান ক্রেডিট ব্যুরো আছে: TransUnion CIBIL Experian India Equifax India CRIF High Mark এই সংস্থাগুলো বছরে অন্তত একবার বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট দেখার সুযোগ দেয়।
ধাপে ধাপে কীভাবে দেখবেন
CIBIL দিয়ে দেখা ১. CIBIL-এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করুন
২. নিজের PAN নম্বর, নাম, জন্মতারিখ, মোবাইল ও ইমেইল দিন
৩. মোবাইলে আসা OTP ভেরিফাই করুন
৪. লগইন করার পরে Credit Report অপশনে যান সেখানেই আপনি দেখতে পাবেন আপনার সব Active Loan, lender-এর নাম এবং বাকি টাকার হিসাব।
অন্য ব্যুরোতে একইভাবে Experian, Equifax বা CRIF High Mark-এও একই নিয়মে: PAN ও মোবাইল নম্বর দিন OTP ভেরিফাই করুন রিপোর্ট দেখুন বা ডাউনলোড করুন সব জায়গাতেই আপনার loan history পরিষ্কারভাবে দেখাবে। মোবাইল অ্যাপ দিয়েও দেখা যায় অনেক অ্যাপ আছে যেগুলো অফিসিয়াল ক্রেডিট রিপোর্ট দেখায়, যেমন: OneScore BankBazaar Moneyview এখানেও PAN ও মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করলে loan details পাওয়া যায়। যদি এমন কোনো লোন দেখেন যা আপনি নেননি এটা হলে দেরি না করে কাজ করুন। ক্রেডিট ব্যুরোতে dispute raise করুন যেই ব্যাংকের নাম আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন দরকার হলে cyber crime বা থানায় অভিযোগ জানান এতে ভবিষ্যতে বড় সমস্যা থেকে বাঁচা যায়।
কতদিন পরপর দেখা ভাল বছরে অন্তত একবার নিজের Credit Report দেখে নেওয়া ভাল। বিশেষ করে নতুন লোন নেওয়ার আগে বা বড় আর্থিক সিদ্ধান্তের আগে অবশ্যই একবার চেক করুন। সংক্ষেপে বললে আপনার PAN-এর সঙ্গে যুক্ত যতগুলো Active Loan আছে তা জানার সবচেয়ে নিরাপদ উপায় হলো Credit Report দেখা। এতে আপনি নিজের আর্থিক অবস্থাও বুঝবেন এবং কোনো ভুল বা জাল লোন থাকলে আগেই ধরতে পারবেন।