একটি প্ল্যানেই ২ জিবি ডেটার সঙ্গে নেটফ্লিক্স সাবসক্রিবশন, নতুন অফার দিচ্ছে জিও

Published : Sep 05, 2025, 10:31 PM IST
Jio World Number 1

সংক্ষিপ্ত

Jio Plans: জিও নিয়ে এসেছে ৩৫০ টাকার রিচার্জে ২ জিবি ডেটা-সহ নেটফ্লিক্সের সুবিধা। অত্যন্ত আকর্ষণীয় এই প্ল্যানের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Jio Offers: জিওর গ্রাহকদের জন্য সুখবর। জিও নিয়ে এসেছে নানারকম সুযোগ-সুবিধা যুক্ত প্ল্যান। জিও-র একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। নতুন প্ল্যান গুলি শুনলে গ্রাহকদের মুখে ফুটে উঠবে চওড়া হাসি। যেমন আপনি যদি ৩৫০ টাকারও কমে ডেটা, কলিং, ফ্রি JioHotstar এর সুবিধা পেতে চান তবে জিও র এই প্ল্যান সেরা বিকল্প হতে পারে। এই রিচার্জ প্ল্যানে স্ট্রিমিং এবং হাই ইন্টারনেট স্পিডও পাওয়া যাবে অনেকটাই। আসুন জেনে নেওয়া যাক জিও রিচার্জ প্ল্যানের দাম কত এবং কী কী সুবিধা পাওয়া যাবে।

জিও-র নতুন প্ল্যান

জিও আজ থেকে নয় বহুদিন আগে থেকেই নিত্যনতুন প্ল্যান নিয়ে গ্রাহকদের চমকে দিচ্ছে। এয়ারটেল (Airtel), ভোডাফোনের (Vodafone-Idea) মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই প্ল্যান চেঞ্জ করে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও। জিও ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। এই সংস্থার সঙ্গে দেশের বেশিরভাগ মোবাইল গ্রাহক যুক্ত রয়েছে। সস্তা থেকে দামি মাসিক থেকে বার্ষিক সমস্ত ধরনের রিচার্জ প্ল্যান জিও রয়েছে। কোনও একজন জিও গ্রাহক প্রতিদিন ২ জিবি ডেটা-সহ দীর্ঘ মেয়াদে সুবিধা পেতে পারেন। ৯০ দিনের একটি প্ল্যান রয়েছে, এখানে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস, প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহক। এর সঙ্গে ২০জিবি অতিরিক্ত ডেটা পাবেন তাঁরা। এর পাশাপাশি থাকবে জিও এ আই ক্লাউড এবং জিও টিভির এক্সেস। ৮৯৯ টাকায় এই সবটাই পাবেন একজন জিও গ্রাহক। অন্যদিকে, ৯৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে। সেখানে ৮৪ দিনের প্ল্যানে আনলিমিটেড ফ্রি কল, প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে জিও এআই ক্লাউড ও জিও টিভির অ্যাক্সেস ও মিলবে। গ্রাহকরা প্রায় ৩ মাস এই সুবিধা নিতে পারবেন।

জিও-র আকর্ষণীয় প্ল্যান

তবে বড় বড় প্ল্যানগুলির মধ্যে আরও একটা প্ল্যানের কথা বলাই যায়। সেটি হলো ১২৯৯ টাকার একটি প্ল্যান। ৮৪ দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড কলের সঙ্গে ১০০ টি এসএমএস প্রতিদিন ২ জিবি ডেটা এবং জিও এ আই ক্লাউড ও জিও টিভি অ্যাক্সেস পাওয়া যাবে। পাশাপাশি এই প্ল্যানের মধ্যে তিন মাসের জন্য নেটফ্লিক্সের ফ্রি সাবক্রিপশন পাওয়া যাবে। ফলে একসঙ্গে আনলিমিটেড কলের সঙ্গে ডেটা ও নেটফ্লিক্স সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে
আগামী সপ্তাহে কতদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! জানুন দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা