
JioHotstar Subscription: মাত্র ১ টাকায় তিন মাসের জিওহটস্টার প্রিমিয়াম (JioHotstar Premium)! শুনলে অবাক লাগতেই পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট দেখে অনেকেই দাবি করেছেন, তাঁরা নাকি এই অফার পাচ্ছেন। যদিও এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি সোশ্যাল প্ল্যাটফর্মে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে জিওহটস্টারের ৩ মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন মাত্র ১ টাকায় অ্যাক্টিভেট করা যাচ্ছে। অথচ এই প্ল্যানের আসল দাম ৪৯৯ টাকা। প্রথম এক মাস মাত্র ১ টাকা খরচেই সব সিনেমা ও সিরিজ দেখা যাবে। ওই সময় একধরনের ট্রায়াল পিরিয়ড। এরপর ৩০ দিন পর আপনার ব্যাংক/কার্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে ৪৯৯ টাকা। ১ বছরের প্ল্যান নিলে একইভাবে ট্রায়াল শেষে দিতে হবে ১,৪৯৯ টাকা। তবে এমনটা ভাবার কোনও কারণ নেই যে শুধুমাত্র জিও ব্যবহারকারীরাই এই অফারে পাবেন, সম্ভবত বিষয়টা তেমন নয়। যে কোনও নেটওয়ার্কের গ্রাহকই এই সুবিধা পাবেন।
৩ মাসের প্ল্যানটি সরাসরি কিনতে চাইলে, এর খরচ হবে ৪৯৯ টাকা। জিওর কিছু নির্দিষ্ট রিচার্জ প্ল্যানেও ৩ মাসের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকে, যেমন ₹৯৯৯ এর প্ল্যান।
১ বছরের প্ল্যান কিনতে চাইলে এর খরচ ১,৪৯৯ টাকা। তবে, JioFiber/AirFiber-এর মতো প্ল্যানে ১ বছরের সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকে, যার দাম ₹২,৫৯৯ থেকে শুরু হয়।
জিওহটস্টার প্রিমিয়াম অ্যাক্সেসের জন্য, আপনাকে জিওর নির্দিষ্ট কিছু রিচার্জ প্ল্যান ব্যবহার করতে হবে। ১ মাসের ট্রায়ালের জন্য, আপনাকে প্রথমে জিওহটস্টার অ্যাপে যেতে হবে এবং 'আপগ্রেড' বিকল্পটি বেছে নিতে হবে। আপনি যদি কোনও প্ল্যান নির্বাচন না করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।