বর্তমান এজেন্ট বা কর্মচারীর আত্মীয়স্বজনরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। অর্থাৎ এখন এলআইসি এজেন্ট হিসেবে যারা কাজ করছেন, তাদের স্ত্রী, দত্তক ও পালিত সন্তান (নির্ভরশীল হোক বা না হোক), বাবা-মা, ভাই-বোন, শাশুড়ি সহ আত্মীয়স্বজন কেউই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন না। পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী বা পুনঃনিয়োগপ্রার্থী প্রাক্তন এজেন্টদের এই প্রকল্পের আওতায় এজেন্সি দেওয়া হবে না।
বর্তমান এজেন্টরাও আবেদন করতে পারবেন না।