LPG Price: পুজোর পরেই মধ্যবিত্তের মাথায় হাত! রান্নার গ্যাসের দামে আগুন! জানুন নতুন দর

Published : Oct 02, 2025, 12:48 PM IST
LPG Price Hike

সংক্ষিপ্ত

দুর্গা পুজো শেষ হতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে দাম বাড়লেও, গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। 

পুজো শেষ হতে না হতেই মধ্যবিত্তের পকেটে পড়তে চলেছে টান। বাড়তে চলেছে কমার্শিয়াল রান্নার গ্যাস সিলেন্ডারের দাম। পুজোর আগে কিছুটা দাম কমে যায়। ফলে উৎসবের আগে ব্যাবসায়ীদের মুখে ছোটে হাসি। কলকাতা রেস্তোঁরাগুলি থেকে ক্যাটারিং ব্যবসায়ী, ফুটের দোকানদারদের খানিকটা সুবিধা হয় তাতে। তবে এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ১ সেপ্টেম্বর থেকেই, কমার্শিয়াল সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন শহরে বাড়ছে। তবে কলকাতা-সহ কোন শহরে কত দাম বাড়ল।

দুর্গা পুজো শেষেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে ১৫ টাকা ৫০ পয়সা। হোটেলগুলিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য আজ দিল্লিতে প্রয়োগ করা হয়েছে। তবে গৃহস্থ রান্নার গ্যাসের ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একই আছে।

বিশেষজ্ঞদের মতে এই এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম, ডলারের উত্থান -পতন, প্যাকেজিংয়ের ব্যয়, বিপণনের ব্যয় পরিবর্তন, ডিলার কমিশন, বন্দর শুল্ক গুরুত্বপূর্ণ।

কোন শহরে কত দাম বাড়ল-

এর আগে কলকাতায় দাম ছিল ১৬৮৪ টাকা এখন তা বেড়ে হয়েছে ১৭০০.৫ টাকা। একবারে ১৬ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

দিল্লিতে সিলিন্ডারের দাম ছিল ১৫৮০ টাকা, এখন এর দাম বেড়ে হয়েছে ১৫৯৫.৫ টাকা।

মুম্বইয়ে দাম ছিল ১৫৩১.৫ টাকা এখন তা বেড়ে হয়েছে ১৫৪৭ টাকা।

চেন্নাইয়ে, সিলিন্ডারের দাম ছিল ১৭৩৮ টাকা, এখন এর দাম বেড়ে হয়েছে ১৭৫৪.৫ টাকা।

বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম-

এলপিজি সিলিন্ডারের ব্যয়ে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। এপ্রিল থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম একই আছে। গত এপ্রিলে শেষ এই বাড়িতে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়েছিল। বর্তমানে,

কলকাতায় ব্যবহৃত রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা।

দিল্লিতে ব্যবহৃত রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা।

চেন্নাইতে ব্যবহৃত রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৬৮.৫০ টাকা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মানি ম্যানেজমেন্ট: রবার্ট কিয়োসাকির ধনী হওয়ার ৫টি গোল্ডেন রুলস, জেনে নিন টিপস
India Italy Business: ইতালি–ভারত অর্থনৈতিক সহযোগিতা হবে আরও জোরদার? SIMEST এবং আইসিসি-র মধ্যে সমঝোতা চুক্তি