GST Rate Cut: জিএসটি ২.০-র সুফল! কতটা দাম কমছে দুধের প্যাকেটের? দেখে নিন তালিকা

Published : Sep 12, 2025, 10:39 AM IST
GST Rate Cut: জিএসটি ২.০-র সুফল! কতটা দাম কমছে দুধের প্যাকেটের? দেখে নিন তালিকা

সংক্ষিপ্ত

GST Rate Cut: প্যাকেটজাত দুধের উপর থেকে ৫% জিএসটি তুলে নেওয়া হয়েছে। আর সেইজন্যই আমূল এবং মাদার ডেয়ারি সহ একাধিক ব্র্যান্ডের দুধের দাম অনেকটাই কমতে চলেছে। যা নিঃসন্দেহে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে। 

GST Rate Cut: কেন্দ্রীয় অর্থমন্ত্রক গত ৩ সেপ্টেম্বরই জানিয়ে দেয় যে, দুধ এবং দুগ্ধজাত বেশ কিছু পণ্যের উপর থেকে জিএসটি-র হার অনেকটাই কমানো হচ্ছে। ফলে, এই নতুন জিএসটি-র হার কার্যকর হলে দাম কমবে অনেকটাই (gst on milk packets)। প্রসঙ্গত, আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন জিএসটি স্ল্যাব কার্যকরী হবে (gst rate cut news)। 

সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে

ইতিমধ্যেই প্যাকেটজাত দুধের উপর থেকে ৫% জিএসটি তুলে নেওয়া হয়েছে। আর সেইজন্যই আমূল এবং মাদার ডেয়ারি সহ একাধিক ব্র্যান্ডের দুধের দাম অনেকটাই কমতে চলেছে। যা নিঃসন্দেহে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে।

আমূলের প্রোডাক্টগুলির মধ্যে ফুল ক্রিম মিল্ক হিসেবে আমূল গোল্ডের দাম প্রতি লিটারে এখন ৬৯ টাকা করে। অন্যদিকে, টোনড মিল্কের দাম প্রতি লিটারে ৫৭ টাকা। ঠিক একইভাবে মাদার ডেয়ারির ফুল ক্রিম মিল্কের দাম লিটারে বর্তমানে ৬৯ টাকা এবং টোনড মিল্কের দাম লিটারে ৫৭ টাকা। 

কতটা দাম কমতে পারে?

এছাড়া মোষ ও গরুর দুধের দাম প্রতি লিটারে ৫০-৭৫ টাকার মধ্যে রয়েছে। তবে এবার জিএসটি হ্রাসের ফলে, দুধের দাম প্রতি লিটারে প্রায় ৩-৪ টাকা কমতে পারে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, আমূল গোল্ডের দাম প্রায় ৬৫-৬৬ টাকায় নেমে আসতে পারে। সেইসঙ্গে, মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দামও সেই রেঞ্জে নেমে আসবে বলে আশা করছেন অনেকে। শুধু তাই নয়,  টোনড মিল্ক এবং গরু ও মোষের দুধের ক্ষেত্রেও একইভাবে দাম কমবে বলে মনে করছেন অনেকে।

আমূল গোল্ডঃ ৬৯ টাকা থেকে কমে হতে পারে ৬৬-৬৬ টাকা

আমূল ফ্রেশ – ৫৭ টাকা থেকে কমে হতে পারে ৫৪-৫৫ টাকা

আমূল টি স্পেশাল – ৬৩ টাকা থেকে কমে হতে পারে ৫৯-৬০ টাকা

মাদার ডেয়ারির গরুর দুধ - ৫৯ টাকা থেকে কমে হতে পারে ৫৬-৫৭ টাকা

মাদার ডেয়ারির মোষের দুধ – ৭৪ টাকা থেকে কমে হতে পারে ৭১ টাকা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট