Multibagger Stock High Return: দাম ছিল মাত্র ৩০ টাকা! সেই স্টক দিয়েছে দশ হাজার শতাংশ মুনাফা? ফুলেফেঁপে উঠেছেন বিনিয়োগকারীরা

Published : Jul 29, 2025, 03:18 PM ISTUpdated : Jul 29, 2025, 03:39 PM IST
Stock market today

সংক্ষিপ্ত

Multibagger Stock High Return: স্টক মার্কেটে বিনিয়োগ করে আজকাল বহু মানুষ লাভবান হতে চান (share bazar khobor)।  

Multibagger Stock High Return: শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা কোটির ঘরে পৌঁছে গেছে (bse sensex today)।

যদি সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

 

 

এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)। নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।

এইরকমই একটি স্টক নিয়ে আজ কথা বলব

যে স্টকের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০০ টাকা এবং এই স্টকটিই দিয়েছে ১০,০০০% রিটার্ন। এই সংস্থাটির নাম হল এসআরএফ লিমিটেড (SRF Limited)। আজ থেকে ঠিক ১১ বছর আগে, অর্থাৎ ২০১৪ সালে কেমিক্যাল সংস্থা এসআরএফের একটি শেয়ারের দাম ছিল মাত্র ৩০ টাকা। 

আর বর্তমানে সেই শেয়ার ট্রেড করছে ৩ হাজার টাকাতে। যদিও গত সপ্তাহের শেষ ট্রেডিং-এর দিনে এই শেয়ারটির দাম ৩% কমে গেছে। তবে এখন এই শেয়ারের দাম ট্রেড করছে ৩০৩৯.৮৫ টাকাতে।

অসাধারণ রিটার্ন

ফ্লুরোকেমিক্যাল থেকে শুরু করে কোনও বিশেষ রাসায়নিক দ্রব্য এবং লেয়ারড ল্যামিনেটেড কাপড় তৈরি করে থাকে এই কোম্পানিটি। বিশেষত কারিগরি বস্ত্রশিল্পের ক্ষেত্রে কাজ করে থাকে গুরগাঁওয়ের এই সংস্থাটি। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম, অর্থাৎ জুন ত্রৈমাসিকে ৪৩২.৩২ কোটি টাকা মুনাফা লাভ করেছে এই সংস্থা। 

তবে এক বছর আগের একই ত্রৈমাসিকে এই মুনাফার পরিমাণ ছিল মাত্র ২৫.২২ কোটি টাকা, সেইসঙ্গে, জুন ত্রৈমাসিকে সংস্থার পরিচালন বাবদ আয়ও ১০% বৃদ্ধি পেয়ে ৩৮১৮.৬২ কোটি টাকাতে পৌঁছেছে। 

অন্যদিকে, ইন্দোরে একটি বিওপিপি ফিল্ম প্রোডাকশন ফেসিলিটি সেন্টার এবং গুজরাতে একটি কৃষি সার উৎপাদন কারখানা স্থাপনের জন্য প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে এসআরএফ লিমিটেড। 

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০,০০০%
এই স্টকটিই বিনিয়োগকারীদের দিয়েছে ১০,০০০% রিটার্ন।
যে স্টকের দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০০ টাকা এবং এই স্টকটিই দিয়েছে ১০,০০০% রিটার্ন।
Read more Articles on
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট